শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই 

ভারত সীমান্তে জঙ্গিবিমান মোতায়েন করলো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

104b849_75আওয়ার ইসলাম : ভারত সীমান্তের কাছে তিব্বতে জে-২০ জঙ্গিবিমান মোতায়েন করেছে চীন। এই বিমানকে চীনের সবচেয়ে অত্যাধুনিক এবং লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম ভয়ংকর যুদ্ধবিমান হিসেবে দেখা হয়।

সাগরপৃষ্ট থেকে অনেক উঁচুতে অবস্থিত তিব্বতে এ বিমান মোতায়েনের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত হয়েছে। ভারতের অরুণাচল প্রদেশের কাছে চীনা বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে জে-২০। হিমালয়য়ের পার্বত্য অঞ্চলে সাগরপৃষ্ট থেকে ১৪,০০০ ফুট উচ্চতায় যুদ্ধ সক্ষমতা দেখিয়েছে জে-২০। দুই ইঞ্জিন বিশিষ্ট এ জঙ্গিবিমান সম্পর্কিত তথ্য যাতে সহজে প্রকাশ না পায় সে ব্যবস্থা নিয়ে রেখেছে চীন।

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য আগামী কয়েক দিনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরে যাওয়ার কথা রয়েছে। তার আগে ভারত সীমান্তের কাছে জে-২০ মোতায়েনর খবর প্রকাশিত হলো।

এর আগে এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, বেইজিং আশা করছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে ভারত আরো তৎপর হবে এবং এর বিপরীত কোনো পদক্ষেপ নেবে না। চীন সীমান্তে ভারতীয় ‘ব্রাহ্মস’ ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে ওই বিবৃতি দিয়েছিল বেইজিং। বিবৃতিতে এ পরিকল্পনায় উদ্বেগও প্রকাশ করেছিল চীন।

ভারতের সঙ্গে চীনের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে। হিমালয়ের পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশসহ ভারত শাসিত ৯০,০০০ বর্গ কিলোমিটারের বেশি ভূখণ্ড চীন নিজের ভূমি হিসেবে দাবি করছে। অন্যদিকে ভারত বলছে, আকসাই চিন অঞ্চলে ভারতের ৩৮,০০০ বর্গ কিলোমিটার এলাকা চীন দখল করে রেখেছে।

সূত্র : পার্সটুডে

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ