মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

পাকিস্তানে খ্রিস্টান কলোনিতে হামলায় নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak2আওয়ার ইসলাম: পাকিস্তানের পেশোয়ারে একটি খ্রিস্টান কলোনিতে আত্নঘাতী হামলা চালিয়েছে  সন্ত্রাসীরা। এ ঘটনায় এক ব্যক্তিসহ ও চার আত্মঘাতী হামলাকারীসহ পাঁচজন নিহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে।পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) অসিম বাজওয়া বলেন, ‘চার আত্মঘাতী বোমা হামলাকারীর সবাই নিহত হয়েছে।’

পেশোয়ারে গত কয়েক বছরে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়। শহরটিতে ২০১৪ সালের ডিসেম্বরে সবচেয়ে ন্যক্কারজনক হামলা হয়। সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি স্কুলে তালেবানের সেই হামলায় ১৫০ জন নিহত হয়, যাদের বেশির ভাগই শিশু। সর্বশেষ শুক্রবারের হামলার নেপথ্যে কারা, তা এখনো জানা যায়নি।

দেশটির কয়েকটি নিরাপত্তা সূত্র ডনকে জানায়, সন্ত্রাসীরা কলোনিতে হামলার পর সকাল ৬টার দিকে গোলাগুলি শুরু হয়। হামলাকারীরা আত্মঘাতী হামলায় ব্যবহৃত জ্যাকেট (সুইসাইড জ্যাকেট) পরে ছিল।ওই সূত্র জানায়, দুই হামলাকারী সুইসাইড জ্যাকেট বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে। আর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় আরো দুই হামলাকারী।
আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ