শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

সার্বজনীন ইসলামী শিক্ষা চালু করার দাবি ছাত্র মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

cropped-1507166_243724185795194_337095508_n copy

আওয়ার ইসলাম : বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর রশীদ বলেছেন, দেশ থেকে সন্ত্রাস ও উগ্রবাদ নির্মুল করতে হলে সেক্যুলার পাঠ্যসূচী সংশোধনপূর্বক সার্বজনীন ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। তিনি আরো বলেন ইসলামী অনুশাসন মেনে চলার কারণে শিক্ষার্থীদেরকে নানাভাবে হয়রানী করা হচ্ছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০১৫-১৬ সেশনের কেন্দ্রীয় প্রতিনিধি পরষিদের বার্ষিক অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের ন্যায্য অধিকার মেনে নিয়ে পড়া-লেখার উপযোগী শান্তিপূর্ণ ক্যাম্পাস নিশ্চিত করার জন্য তিনি সরকারের দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিদের প্রতি আহবান জানান।

অধিবেশনে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিকারীদের বিরোদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ, ধর্মহীন শিক্ষানীতি ও শিক্ষা আইন বাতিল এবং সেক্যুলার পাঠ্যসূচী সংশোধন করে শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা, স্বকীয়তা বজায় রেখে কওমী মাদরাসা শিক্ষাকে শর্তহীন সরকারী স্বীকৃতি দেয়া, ধর্মীয় অনুশাসন পালনে অভ্যস্থ শিক্ষার্থীদেরকে অযথা হয়রানী বন্ধ করা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা করা ইত্যাদি দাবি সম্বলিত প্রস্তাব গৃহীত হয়।

সংগঠনের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আব্দুর রহীম সাঈদের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা নূর মোহাম্মদ আজিজী, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি ফারুক আহমদ নোমানী, সাবেক ঢাকা মহানগর সভাপতি মুফতি আব্দুল মুমিন, কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক বি এম আমিন, বায়তুলমাল সম্পাদক সাইদুর রহমান সানী, কেন্দ্রীয় শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান সুহেল প্রমুখ।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ