শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই 

কুরবানি নিয়ে ভারত সরকারের কঠোর নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

goru-hut-b_83940আওয়ার ইসলাম : ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের পক্ষ থেকে আসন্ন ঈদুলআজহার সময় যাতে বেআইনিভাবে গরু এবং অন্যান্য পশু কুরবানি করা না হয় সেজন্য কড়া নির্দেশ জারি করেছে। একইসঙ্গে কুরবানির উদ্দেশ্যে বিভিন্ন পশু পরিবহনের সময় পশু মালিকরা যাতে প্রাণি কল্যাণ আইন এবং প্রাণি পরিবহন বিধি মেনে চলেন সেজন্য সব রাজ্যকে সতর্ক করে দেয়া হয়েছে।

যেসব রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করে আইন রয়েছে সেসব রাজ্যে কোনোভাবেই গরু কুরবানি করা চলবে না বলে নির্দেশ দেয়া হয়েছে।

ভারতে বিজেপি তথা অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে যেভাবে গরু রক্ষা কর্মসূচি নেয়া হয়েছে তখন ভারতীয় প্রাণি কল্যাণ বোর্ডের ওই নির্দেশিকা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এ নিয়ে গতকাল শুক্রবার ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশ্ন’র সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান রেডিও তেহরানকে বলেন, ‘ঈদুলআজহার আগে ভারতীয় প্রাণি কল্যাণ বোর্ডের পক্ষ থেকে যে চিঠি দেয়া হয়েছে তাতে গো-রক্ষার নামে যারা দলিত এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতন চালাচ্ছে তারা এতে উৎসাহিত হবে। দেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার কথা লিপিবদ্ধ রয়েছে। তাছাড়া কুরবানির উদ্দেশ্যে যারা পশু বহন করে থাকেন তারা ওই পশুর প্রতি যথেষ্ট মানবিক আচরণই করে থাকেন। ইসলাম ধর্মেই মানবিক আচরণেরই নির্দেশ রয়েছে। সুতরাং এ নিয়ে নতুন করে নির্দেশিকার কোনো প্রয়োজন ছিল না।’

ভারতীয় প্রাণি কল্যাণ বোর্ডের সচিব এম রবিকুমার এক চিঠিতে বলেছেন, ১২ সেপ্টেম্বর ঈদ উৎসব পালিত হবে। এটা বাস্তব যে এই উৎসবে সারা দেশে প্রচুর সংখ্যক পশু নিধন হয়। এ সময় বিভিন্ন পশু পরিবহনের সময় পশু মালিকরা প্রাণি কল্যাণ আইন এবং প্রাণি পরিবহণ বিধি মেনে চলেন না, যে বিধিতে লেখা আছে একটি গাড়িতে কতগুলো পশু নিয়ে যাওয়া যেতে পারে। এর ফলে নিষ্ঠুরতার শিকার হয় ওই সব পশু। এমন কী এর জেরে তাদের মৃত্যুও হয়।’

চিঠিতে পশু হত্যা বিরোধী আইন এবং আদালতের বিভিন্ন রায়ের উল্লেখ করে যারা আইন ভাঙবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে পাঠানো ভারতীয় প্রাণি কল্যাণ বোর্ডের ওই নির্দেশিকায় কোথাও উট জবাই করতে দেয়া যাবে না বলে সাফ জানানো হয়েছে।

পশু পরিবহন ছাড়াও ঈদের দিন যারা আইন ভাঙবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে তাও কেন্দ্রীয় প্রাণি কল্যাণ বোর্ডকে রাজ্য সরকারগুলোকে বিস্তারিত জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র : রেডিও তেহরান

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ