মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

ইসলাম অবমাননার অভিযোগে গায়ক রিম্যান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

images copyআওয়ার ইসলাম : ইসলাম ধর্মকে হেয় করায় মালয়েশিয়ায় রিম্যান্ডে নেয়া হয়েছে জনপ্রিয় ও বিতর্কিত গায়ক নেইময়িকে, যার আসল নাম উয়ি মেং শি।

‘ও মাই গড’ নামে নিজের সর্বশেষ মিউজিক ভিডিওতে দেশটির বিভিন্ন ধর্মীয় স্থাপনার সামনে নেইময়ি ও তার ব্যান্ড যেভাবে নেচে নেচে গান গেয়েছেন, তাতে ইসলাম ধর্মকে হেয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত শনিবার মিউজিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন নেইময়ি। এর পরদিনই গ্রেপ্তার হন তিনি।

গানটি পোষ্ট করার একদিনের মধ্যেই প্রায় কুড়িটি বেসরকারি প্রতিষ্ঠান এ নিয়ে অভিযোগ জানায় সরকারের কাছে।

মূলত চাইনিজ ম্যান্ডারিন ভাষায় গান করেন নেইময়ি। তিনি চীন ও তাইওয়ানেও ব্যাপক জনপ্রিয়।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ