মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

রাশিয়াকে ইনজারলিক ঘাঁটি ব্যবহার করতে দেবে তুরস্ক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turkish-flag-02 copyআওয়ার ইসলাম : তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, চরমপন্থী আইএসের বিরুদ্ধে হামলার জন্য রাশিয়া চাইলে দেশটির ইনজারলিক বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে।

তবে তিনি বলেন, ইনজারলিক ঘাঁটি ব্যবহারের জন্য কোনো অনুরোধ মস্কো করেনি।

বিনালি ইলদিরিম বলেন, আইএসবিরোধী যুদ্ধের জন্য ইনজারলিক ঘাঁটি খুলে দেয়া হয়েছে। আমেরিকা এবং কাতার এ ঘাঁটি ব্যবহার করছে উল্লেখ করে তিনি বলেন, অন্য দেশও এ বিমান ঘাঁটি ব্যবহার করতে চাইতে পারে। জার্মানি এ ঘাটি ব্যবহার করছে বলেও এ সময়ে জানান তিনি। তিনি বলেন, প্রয়োজনে মস্কো এ বিমান ব্যবহার করতে পারবে।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ