শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

স্বীকৃতির জন্য একজোট ময়মনসিংহের আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jamia islamia copyআওয়ার ইসলাম: কওমী মাদরাসা শিক্ষাসনদের স্বীকৃতি পেতে একজোট ময়মনসিংহের উলামায়ে কেরাম। যেকোনো মূল্যে সরকারের স্বীকৃতি পেতে চান তারা। নিজস্ব স্বকিয়তা বজায় রেখেই স্বীকৃতি চান ময়মনসিংহের এই উলামায়ে কেরাম।

বাংলাদেশ জমিয়তে উলামা’র উদ্যেগে আয়োজিত ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং আমাদের করণীয় শীর্ষক উলামা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদরাসার সনদের স্বীকৃতির আশ্বাস দেয়ায় ময়মনসিংহের বিশিষ্ট ১০১ জন আলেম তাকে ধন্যবাদ এবং তা দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতি প্রধানকারী আলেমগন হলেন, শইখুল হাদীস আল্লামা আব্দুল হক (মুহতামিম, বড় মসজিদ মাদরাসা), মাও. দেলোয়ার হুসাইন (মুহতামিম, মাসকান্দা মাদরাসা), মুফতী ফজলুল হক (শাইখুল হাদীস, জামিয়া ইসলামিয়া চড়পাড়া), মুফতী আহমদ আলী (শাইখুল হাদীস, মাসকান্দা মাদরাসা), মাও. আইনুদ্দীন (মুহতামিম, বালিয়া মাদরাসা), মাও যাকারিয়া (সিনি. মুহাদ্দিস, মাসকান্দা মাদরাসা), মাও শামছুল হক (মুহতামিম, আকুয়া মড়লবাড়ী মাদরাসা), ড. মোঃ ইদরীস খান (অধ্যক্ষ মোমেনশাহী ডি এস কামিল মাদরাসা), মুফতী তাজুল ইসলাম কাসেমী (মুহতামিম, ও শাইখুল হাদীস, খাগডহর মাদরাসা), মাও নূর আহমদ কাসেম (মুহতামিম, জামিয়া কাসেমিয়া), মাও. সিদ্দিক আহমদ, (মুহতামিম, তেরাবাজার মাদরাসা), মাও. মুজাহিদুল ইসলাম (মুহতামিম পৌরগোরস্থান মাদরাসা, মুক্তাগাছা), মাও. নূরে আলম (মুহতামিম, ইসলামপুর গাফুরিয়া মাদরাসা), মুফতী ইবরাহীম (মুহতামিম, বারুইগ্রাম মাদরাসা), মাও. মোস্তফা (মুহতামিম, অলি মাহমুদ মাদরাসা), মাও. মুফিজ উদ্দীন (মুহতামিম, জামিয়া রুকাইয়া (রা.), মুফতী নাজমুল হক (প্রিন্সিপাল, সুফফা ইসলামিক ইনিস্টিটিউট) শাহ মোশাররফ হুসাইন, মাও. উবাইদুল্লাহ ,মাও. আব্দুল হাকীম, মাও. আল আমীন আইয়ুব কাসেমী, মাও. নাসীর আহমদ কাসেমী, মুফতী আব্দুল্লাহ মাসউদ কাসেমী, মুফতী আব্দুল মালেক কাসেমী, মুফতী আনোয়ার হোসাইন কাসেমী, মাও. মোহাম্মদ আলী, মুফতী ওয়ালী উল্লাহ, মুফতী আযীযুল হক, মাও. মুফিজ উদ্দীন, মাও. মুমতায আলী, মুফতী উসামা, মুফতী উবায়দুল্লাহ, মুফতী ফরীদ উদ্দীন, শাইখুল হাদীস মাও. হারুন-অর-রশিদ, মাও. আবু বকর সিদ্দীক, মাও. আব্দুল হাকীম, মাও. আব্দুল হাই, মাও. ফরীদ উদ্দীন, মাও. আহসান হাবীব, মাও. তাইজুদ্দীন, মাও. ওয়ালী উল্লাহ, মাও.সফি উল্লাহ, মাও. হামিদুল্লাহ, মাও. আব্দুল জলিল আকন্দ, মাও.বজলুর রশিদ, মাও. নুরুল আমীন, মাও. জালাল উদ্দীন, মাও. বিলাল উদ্দীন, হাফেয আব্দুল বাকী, হাফেয নওয়াব আলী, হাফেয সাঈদুল ইসলাম, হাফেয শামছুল ইসলাম, মাও. উবাইদুল্লাহ, মাও. শফিকুল ইসলাম, মাও. আব্দুর রশিদ, মাও. শহিদুল্লাহ, মাও. আজিজুল হক, মাও. আব্দুল হাই, মাও. আব্দুল গফুর, মাও. আব্দুল গাফফার, মাও. শফিকুল ইসলাম, মাও. আবুল কালাম, মাও. রমযান আলী, মাও. আলা উদ্দীন, মাও. নিজাম উদ্দীন, মাও. হারুন মান্নানী, মুফতী মিজানুর রহমান, মাও. আবু বকর সিদ্দিক, মাও. সফির উদ্দীন, মুফতী আব্দুল মোমেন, মাও. জয়নাল আবেদীন, মাও. আব্দুর রহমান, মাও. আল আমীন, মাও. মোশাররফ হুসাইন, মুফতী বজলুর রহমান, মুফতী মুখলেছুর রহমান, মাও.নজরুল ইসলাম, হাফেয আসাদুল্লাহ, মাও. আনিসুল ইসলাম, মাও. শরীফুল ইসলাম, মাও.কামরুল ইসলাম, মাও.আব্দুল ওয়াদুদ, মাও. খলিলুর রহমান, মাও. মিজানুর রহমান, মাও. নোমান আহমদ, মাও. শহিদুল্লাহ, মাও. মাহমুদুল হাসান জিহাদী, মাও. হাসান, মাও. মুনিরুল ইসলাম, মাও. আনোয়ার হুসাইন, মাও. মোফাজ্জল হুসাইন, মাও. খোরশেদ, মাও. বরকত উল্লাহ, মাও. নূরুল ইসলাম, মাও. আশরাফুল ইসলাম, মাও.রফিকুল ইসলাম, মাও. বিলাল হুসাইন, মাও. আবু রায়হান।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ