আওয়ার ইসলাম: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে তিনটি বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১৯ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এসব হামলা হয়।
বিবিসির খবরে বলা হয়, তুরস্কের ভ্যান প্রদেশের ভ্যান শহর এবং এলজিগ প্রদেশের এলজিগ শহরে বোমা হামলায় চার পুলিশ ও দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আর বিতলিস শহরে সেনাদের বহনকারী যান লক্ষ্য করে চালানো বোমা হামলায় পাঁচ সেনা ও এক গ্রামরক্ষী নিহত হয়েছেন।
তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা যায়, বোমা হামলায় এলজিগ শহরে পুলিশের ধ্বংস হওয়া ভবন থেকে ধোঁয়া উঠছে। বিস্ফোরণে ধ্বংস হয়েছে ভবনের কাছাকাছি থাকা কয়েকটি গাড়ি, সমূলে উৎপাটিত হয়েছে কয়েকটি গাছ।
বার্তা সংস্থা এএফপি জানায়, ভ্যান শহরের একটি হলের কাছে বোমা বিস্ফোরিত হয়। সেখানে একটি বিয়ের শোভাযাত্রা চলছিল। বিস্ফোরণের আওয়াজে সন্ত্রস্ত অতিথিরা পালিয়ে যায়।
আরআর