সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


মহেশপুরে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

BSFখালিদ হাসান, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর বিওপি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাকিম আকাশ (২৮) নামে এক গরু ব্যবসায়ী আহত হয়েছে।

সোমবার রাত দেড়টার টার দিকে এ ঘটনা ঘটে।

আহত হাকিম আকাশ মহেশপুর উপজেলার লড়াইঘাট গ্রামের নুরু হকের ছেলে।

ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার রাত দেড়টার টার দিকে শ্রীনাথ বিওপি সীমান্তে ৪/৫ জনের একটি দল গরু আনতে গেলে ভারতের সুটিপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এ সময় হাকিম আকাশ পেটে গুলিবিদ্ধ হয়। সঙ্গে থাকা অন্য সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ