শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


হেলিকপ্টার আরোহীদের আটক করেনি তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ah64-apache-11 copyআওয়ার ইসলাম : তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি আফগানিস্তানে বিধ্বস্ত পাকিস্তানের একটি হেলিকপ্টার আরোহীদের আটক রাখার খবর অস্বীকার করেছে।

আগস্টের ৫ তারিখে পূর্ব আফগানিস্তানের লগার প্রদেশে হেলিকপ্টারটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল। পাক কর্মকর্তারা জানান, এটি পাঞ্জাবের প্রাদেশিক সরকারের হেলিকপ্টার। মেরামতের জন্য রাশিয়ায় পথে লগারে জরুরি অবতরণে বাধ্য হয়েছে।

এরপর স্থানীয় এবং আন্তর্জাতিক কোনো কোনো সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়ে যে টিটিপি’র কমান্ডার আদম খান কোচাই হেলিকপ্টার আরোহীদের পণবন্দি করেছেন। কিন্তু এ খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন তেহরিকে তালেবানের মুখপাত্র মোহাম্মদ খোরসানি।

তবে কোনো কোনো খবরে টিটিপি’র হাকিমুল্লাহ গোষ্ঠী হেলিকপ্টার আরোহীদের আটক করেছ বলেও দাবি করা হয়েছিল। খোরসানির বিবৃতিতে সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয় নি।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ