শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

আঞ্জুমানে তা’লীমুল কুরআন বোর্ডের ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

anjumanইমদাদুল হক: আজ ৫ আগস্ট ২০১৬ বিকেল ৩টায় আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ-এর ২০১৬ শিক্ষাবর্ষের (১৪৩৭ হিজরী) দেশব্যাপী অনুষ্ঠিত সনদ (সমাপনী বর্ষ)-এর কেন্দ্রীয় পরীার ফলাফল প্রকাশ করা হয়।

এ উপলক্ষে সিলেট মহানগরীর গোটাটিকরস্থ আঞ্জুমান কমপ্লেক্সের কেন্দ্রীয় দফতরে পরীক্ষা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা ক্বারী শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ক্বারী হারুনুর রশীদ কেন্দ্রীয় পরীক্ষার বিস্তারিত ফলাফল আঞ্জুমান সভাপতি মাওলানা ক্বারী শাহ মুহাম্মদ নজরুল ইসলামের নিকট হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমান আঞ্জুমান সহসভাপতি মাওলানা ক্বারী জালালুদ্দীন গবিন্দপুরী, সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক, সহসাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইনাম বিন সিদ্দিক, মাওলানা ক্বারী মুজাহিদুল ইসলাম, মাওলানা ক্বারী শামসুল ইসলাম, মাওলানা ক্বারী আবুল হুসাইন শরীফ, মাওলানা ক্বারী ইবাদ বিন সিদ্দিক, মাওলানা ক্বারী মামুন মাসুম, ক্বারী ওমর আলী প্রমুখ।

বিগত রমযান মাসে সারাদেশে ১৪ শতাধিক ক্বিরাআত প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ২ লক্ষ ছাত্র-ছাত্রী ইলমুল কিরাআত শিক্ষা গ্রহণ করে। তন্মধ্যে তিনটি কাসে ৮৪৭২ জন ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে। সনদ জামাআতে ১৪৯৭ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ১৪০৬ জন, পাশের হার ৯৩.৯৮%। মেধা তালিকায় উত্তীর্ণ হন ৬০ জন। প্রথম : ক্বারী দিলাওয়ার হোসাইন (১৩৩), কেন্দ্র : আঞ্জুমান কমপ্লেক্স, গোটাটিকর, সিলেট। দ্বিতীয় : ক্বারী হাবীবা আখতার (১৩৩৯), কেন্দ্র : শাখাইতি মহিলা টাইটেল মাদরাসা, জাউয়া বাজার, ছাতক, সুনামগঞ্জ। তৃতীয় : ক্বারী মিজানুর রহমান হারুনী (৩৫৫), কেন্দ্র : আঞ্জুমান কমপ্লেক্স, গোটাটিকর, সিলেট। এছাড়া ১ম বিভাগে ৬৩০জন, ২য় বিভাগে ৫২৭জন, ৩য় বিভাগে ১৮৯জন উত্তীর্ণ হয়।

বিস্তারিত ফলাফল জানতে ভিজিট করুন www.anjumanbd.org, এই ওয়েবসাইট, আঞ্জুমানের অফিসিয়াল ফেসবুক পেইজে www.facebook.com/anjumanbd এবং যোগাযোগ করুন ০১৭১১৪৫৪৪০৪ এই নাম্বারে। এছাড়া শীগগিরই সনদ জামাতের বিস্তারিত ফলাফল এবং রাবে ও খামিস জামাতের বিস্তারিত ফলাফল নিয়ে গেজেট প্রকাশিত হবে ইনশাআল্লাহ।

ফলাফল সংক্রান্ত কোন অভিযোগ থাকলে বা পুন : নিরীক্ষণ (সানি নযর) করতে হলে পরীা সমপরিমাণ ফি দাখিল করতঃ সরাসরি কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে আগামী ৩০ যিলহজ্ব এর মধ্যে আবেদন করতে হবে। শাখা কেন্দ্রসমূহ খামিস ও রাবের ফলাফল/মার্কসীট কেন্দ্রীয় দফতর অথবা সকল পরীক্ষা সেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ