
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে আয়োজিত এই সেমিনারে জয় আরো বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের নিট আয়কে ছাড়িয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছি আমরা। তবে আমাদের প্রাথমিক লক্ষ্য, ২০১৮ সালে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে যেন প্রযুক্তিখাতের আয় ১০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।
এআর