সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

ভারতকে চীনের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chin_indiaআওয়ার ইসলাম: ৩ চীনা সাংবাদিকের ভিসার মেয়াদ বাড়াতে রাজি না হওয়ায় ভারতকে হুমকি দিল চীন। বেইজিং বলেছে, যদি এনএসজি-তে ভারতের সদস্যপদের বিরোধিতা করার জন্য ভারত এমন কঠোর মনোভাব দেখায়, তাহলে দিল্লিকে তার ফল ভুগতে হবে।

চীনা সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’-এ সম্পাদকীয়তে হুঁশিয়ারি দেয়া হয়েছে, শোনা যাচ্ছে, পরমাণু সরবরাহকারী গোষ্ঠী বা এনএসজি-তে ভারতের প্রবেশের চেষ্টা চীন রুখে দেয়ায় এভাবে বদলা নিচ্ছে দিল্লি। তাই যদি হয়, ভারতকে তার ফল ভুগতে হবে।

ভারত যেভাবে চীনের সরকারি সংবাদসংস্থা ‘জিনহুয়া’-র তিন সাংবাদিকের ভিসা বাড়াতে অস্বীকার করেছে, তাতে ওই সাংবাদিকদের বহিষ্কার করা হয়েছে বলে মনে করছে বিদেশি সংবাদমাধ্যম। এই অভিযোগ করে ‘গ্লোবাল টাইমস’ বলেছে, কেন সাংবাদিকদের ভিসা বাড়ানো হল না, তার কোনো সরকারি কারণ দেখায়নি দিল্লি।

কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ওই সাংবাদিকরা বেনামে দিল্লি ও মুম্বইয়ে বিশেষ কয়েকটি দফতর সম্পর্কে গুপ্তচরবৃত্তির চেষ্টা করছিলেন। নির্বাসিত তিব্বতী আন্দোলনকারীদের সঙ্গেও তারা দেখা করেন বলে শোনা যাচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে ওঠা চরবৃত্তির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি ওই সংবাদপত্রের। দিল্লি যেভাবে ওই সাংবাদিকদের ভারতে কাজ করতে দিতে অস্বীকার করেছে, তা ‘সস্তা’ বলে মন্তব্য করেছে তারা। তাদের দাবি, চীনাদের ভিসা দিতে বরাবরই ঝামেলা পাকায় দিল্লি। উল্টে বেইজিং নাকি সহজেই ভিসা দেয় ভারতীয়দের।

ওই সংবাদপত্রের পরামর্শ, এবার থেকে বেইজিংও ভারতীয় নাগরিকদের বুঝিয়ে দিক, চীনা ভিসা পাওয়া অত সহজ নয়। তাদের দাবি, ভারত মনে করছে, আঞ্চলিক ও বিশ্বশক্তি হিসেবে তাদের যতটা মর্যাদা প্রাপ্য, চীন তাদের ততটা দিচ্ছে না। তাই এমন পদক্ষেপের মাধ্যমে উষ্মাপ্রকাশ করছে তারা।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ