সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


জাকির নায়েকের পক্ষে তারিক জামিলের চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hqdefault (1) copyফারুক ফেরদৌস : জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে তার পক্ষে নিজের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি বিশ্বখ্যাত দায়ী মাওলানা তারিক জামিল। তিনি বলেন, ‘আমরা জাকির নায়েককে প্রায় এক দশক ধরে শুনছি। এবং আমি কখনো কোনো বক্তৃতায় তাকে সহিংসতা উস্কানি দিতে বা ঘৃণা ছড়াতে দেখিনি।’

১০ জুলাই নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তারিক জামিল বলেন, ‘বরং তিনি সব সময় যে কোনো ধর্মের বিরুদ্ধেই সব ধরণের সহিংসতার বিরোধিতা করেছেন।

জাকির নায়েক সত্যের পক্ষে আছেন উল্লেখ করে এই প্রখ্যাত আলেম বলেন, ‘তিনি সত্যের পক্ষে আছেন তাই আমরাও তার পক্ষে আছি।’

কুচক্রীদের প্রতি কথিত সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার অভিযোগের পক্ষে একটা স্পষ্ট প্রমাণ হাজির করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তারিক জামিল বলেন, আমি ১১০% নিশ্চিত আপনারা এই বানোয়াট অভিযোগের পক্ষে একটা প্রমাণও আনতে পারবেন না।

উল্লেখ্য, মাওলানা তারিক জামিলের লাইক পেইজটিতে 439,154 জন ফ্যান রয়েছেন। এখান থেকে নিয়মিত তার কার্য বিবরণী ও বয়ান আপলোড করা হয়। গতকাল ১০ টা ২২ মিনিটে পোস্ট করা ওই বক্তব্যটি এ পর্যন্ত শেয়ার করেছেন ১ হাজার ১৪৩ জন ব্যক্তি এবং কমেন্ট করেছেন ১০৭ জন। পোস্টটি লাইক করেছেন ৪ হাজারের বেশি মানুষ।
zakir naik_jameel

ফেসবুক পোস্ট লিংক : মাওলানা তারিক জামিল

আওয়ার ইসলাম ২৪ ডটকম /এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ