সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


পথশিশুদের সঙ্গে ঈদ করবে ‌‘অবাক'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obakশেখ মুহা. মাহবুবুর রহমান : অধিকার বঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অধিকার বাস্তবায়ন কমিটি (অবাক) পরিবারের সদস্যরা তাদের সঙ্গে ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছেন। সোমবার বিকালে এক বৃবিতিতে অবাকের সম্মানিত চেয়ারম্যান এম এম আখতার-উজ-জামান মাহদী এ কথা জানান।

তিনি জানান, পথশিশুদের সাথে আনন্দ ভাগ করে নেয়ার জন্য তাদের সাথে বিশেষ খাবার ও ঈদ আড্ডার আয়োজন করা হয়েছে। তারা ঈদের পুরোটা দিন ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্থানের রোড, মাঠ, ঘাটে বসবাসরত শত শত অনাথ অসহায় বঞ্চিত শিশুদের সঙ্গে কাটাবেন। ঈদের দিন পথশিশুদের সঙ্গে গল্প আড্ডা, কোরমা, পোলাও, চটপটি ও ফুচকা ইত্যাদি খেয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করার উদ্যোগকে তারা সফল করারও আহবান জানান।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ