শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা

মাওলানা মুহিউদ্দীন খানের অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

malysiha1মায়লয়েশিয়া থেকে : মালয়েশিয়ায় মাওলানা মুহিউদ্দীন খান রহ. স্মরণে দু’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিংশ শতাব্দীর মুফাক্কিরে ইসলাম আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. প্রতিষ্ঠিত দা’ওয়াহ, ইসলাহ ও সেবামূলক সংগঠন- ‘রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশ’ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী সাংবাদিকতার কিংবদন্তী মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর বহুমুখী অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার দাবি জানান বক্তাগণ।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার পিএইচডি গবেষক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশের আমীর, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার রিসার্চ এ্যাসিস্টেন্ট, লেখক ও গবেষক মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।

প্রধান অতিথি হিসেবে মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর জীবনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর দীর্ঘ সান্নিধ্যধন্য প্রখ্যাত আলেমেদীন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সৈয়দ মুজিবর রহমান পেশওয়ারী।

স্মৃতিচারণমূলক আলোচনা পেশ করেন মারকাযুল কুরআন ওয়াল হিকমাহ, ঢাকা’র পরিচালক মাওলানা মুহাম্মদ ইসহাক খান, কুয়ালালামপুর চায়না টাউন মসজিদের ইমাম মাওলানা হাবীবুর রহমান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার গবেষক ও রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশ মালয়েশিয়া শাখার দায়িত্বশীল মাওলানা মাহমূদুল হাসান, খেলাফত মজলিস মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক জনাব আব্দুর রব ও আন্তর্জাতি ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার শিক্ষার্থী মুহাম্মদ আলীমুল ইসলাম প্রমুখ।

malysiha2

মাহফিলে বক্তাগণ দেশ, জাতি, ইসলাম ও মুসলিম উম্মাহ’র জন্য মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর বহুমুখী অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দানের দাবি জানান।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ