
এতে বলা হয়েছে, সিরিয়া ও ইরাক অধ্যুষিত ইসলামিক স্টেটকে (আইএস) প্রতিহত করতে ব্রিটেনের অস্ত্রের মাল-মসলা ও আর্থিক সহায়তায় প্রভাব পড়বে। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন ও সিরিয়ার চলমান আর্থিক সহায়তা এবং সিরিয়ার ইন্টারন্যাশনাল সাপোর্ট গ্রুপকে সহায়তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এছাড়া, আরব বিশ্ব থেকে ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের স্বাগত জানাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ইংরেজরা।
আরও বলা হয়েছে, সদ্য ডিভোর্সি ব্রিটেনের জন্য আরব বিশ্বের সহায়তা খুবই জরুরি। ইইউ ত্যাগ করার কারণে গ্রিক, ইতালি ও স্পেনের লবি থেকে ছিটকে পড়বে ব্রিটেন। ফলে ভঙ্গুর উত্তর আফ্রিকার অর্থনীতির সমর্থন নিয়ে তিউনিশিয়া থেকে অলিভ (জলপাই) তেল আমদানি করতে বেগ পেতে হতে পারে ব্রিটেনের। এমনকি অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি পেলে আরব উপসাগরীয় অঞ্চলে ব্রিটেনের মিত্র শক্তির সঙ্গে সমন্বয় করা কঠিন হয়ে পড়বে।
/আরআর