সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


আমজাদ সাবরি খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

13487436_1044157118964942_1027271460_nআন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন পাকিস্তানের বিখ্যাত কাওয়ালী গায়ক আমজাদ সাবরি। আজ বুধবার বিকেলে করাচির লিয়াকতাবাদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, আমজাদ সাবরি ও তার এক সহযোগী লিয়াকতাবাদ এলাকায় একটি গাড়িতে করে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে চড়ে দুইজন বন্দুকধারী আমজাদ সাবরিকে  খুব কাছে থেকে গুলি করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে স্থানীয় আব্বাসী শাহীদ হাসপাতালে নেওয়া হলে আমজাদ সাবরি মারা যান।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ