শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

শীর্ষে আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

remitensডেস্ক রিপোর্ট : এবার সৌদিকে পেছনে ফেলে রেমিটেন্সে এগিয়ে গেল আরব আমিরাত। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা এর আগে সৌদি থেকেই বেশি আসত।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটি থেকে ২৩ কোটি ৬৮ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা এসেছে। অন্যদিকে রেমিটেন্স পাঠানোয় দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। এদেশ থেকে রেমিটেন্স এসেছে ২২ কোটি ৮৭ লাখ ডলার।

উল্লিখিত সময়ে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার পরিমাণ ১২১ কোটি ৪৪ লাখ ডলার। যার মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে রেমিটেন্স এসেছে ৬৯ কোটি ৯৯ লাখ ডলার। ইউরোপ আমেরিকার দেশগুলো থেকে রেমিটেন্স এসেছে ৫১ কোটি ৪৫ লাখ টাকা।

রেমিটেন্স পাঠানোয় তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা দেশ দুটো হলো যুক্তরাষ্ট্র ও মালেয়েশিয়। দেশদুটি থেকে রেমিটেন্স এসেছে যথাক্রমে ১৭ কোটি ৩৩ লাখ ও ১১ কোটি ২৮ লাখ ডলার।

এদিকে সৌদি আরব একক মাস হিসেবে শীর্ষস্থান হারালেও চলতি অর্থবছরের (জুলাই’১৫-মে’১৬) প্রথম ১১ মাসের রেমিটেন্স পাঠানোর শীর্ষে এখন পর্যন্ত সৌদি আরবই রয়েছে। দেশটি থেকে ১১ মাসে রেমিটেন্স এসেছে ২৬৯ কোটি ৪৮ লাখ ডলার। যেখানে আরব আমিরাত থেকে একই সময়ে রেমিটেন্স এসেছে ২৪৫ কোটি ৬ লাখ ডলার।

এর আগে সৌদি আরব থেকে গত ২০১৪-১৫ অর্থবছরে ৩৩৪ কোটি ৫২ লাখ ডলার, ২০১৩-২০১৪ অর্থবছরে ৩১১ কোটি ৮৮ লাখ, ২০১২-২০১৩ অর্থবছরে ৩৮২ কোটি ৯৪ লাখ এবং ২০১১-২০১২ অর্থবছরের ৩৬৮ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে।

/আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ