আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে সরকারী বাহিনীর হামলায় ফালুজা শহরে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
জাতিসংঘের দেয়া তথ্য মতে ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে থাকা শহরটিতে সরকারের চার সপ্তাহের অভিযানের কারণে আশি হাজারের মত মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
ফালুজার সর্বত্রই এখন শুধু গোলাগুলির আওয়াজ।
সরকারী বাহিনী ফালুজার বেশিরভাগ বাড়িঘর গুড়িয়ে দিয়েছে। ঘরবাড়ি ছেড়ে বহু মানুষ রাস্তায় রাত কাটাচ্ছেন। তীব্র গরমে দিনের বেলা খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে মানুষকে।
শহরের বাইরে মানুষে গাদাগাদি ক্যাম্পগুলোতে আশ্রয় নেয়া লোকজনের জন্য পর্যাপ্ত খাদ্য, পানি এবং ওষুধ সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। নতুন চালু করা একটি আশ্রয় ক্যাম্প আমরিয়াত আল ফালুজায় আঠারোশো নারীর জন্য কেবল একটি টয়লেটের ব্যবস্থা আছে।
সূত্র : বিবিসি
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ