বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ।। ২৮ কার্তিক ১৪৩১ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬


মার্কিনবিরোধী বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

160619063606_okinawa_protest_640x360_afp_nocredit copy আন্তর্জাতিক ডেস্ক : জাপানের দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতির প্রতিবাদে অনেক মানুষ বিক্ষোভ করছেন। সেখানে ২৬,০০০ মার্কিন সেনা সদস্য রয়েছে। কয়েকদিন আগে দ্বীপটিতে স্থানীয় একজন ২০ বছর বয়সী তরুণীকে এক সাবেক মার্কিন মেরিন সদস্য ধর্ষণ ও হত্যা করে। দ্বীপের মানুষ এই ঘটনায় ক্ষুদ্ধ।

সাবেক ঐ সেনা দ্বীপটিতে বেসামরিক কর্মী হিসেবে কর্মরত ছিল এবং কিছুদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়।

ওকিনাওয়া দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটির বিরোধিতা ছিলো অনেক আগে থেকেই। এই ঘটনার ফলে বিরোধিতা আরো জোরালো হয়েছে। বিক্ষোভকারীরা মার্কিন সামরিক সদস্যদের দ্বীপটি থেকে সরিয়ে নেয়ার আহ্বান জানাচ্ছেন।

বিক্ষোভকারীরা প্রাদেশিক রাজধানী নাহায় সমাবেশ করবে এবং একই সময়ে টোকিওর সংসদ ভবনের বাইরেও একটি প্রতিবাদ সমাবেশ হবে।

নাহার সমাবেশে ওকিনাওয়ার গভর্নর তাকেশি ওনাগা যোগ দেবেন বলে জানা গেছে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ