আন্তর্জাতিক ডেস্ক : তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপির সাবেক প্রধান হাকিমুল্লাহ মেহসুদের ভাই এবং চাচাসহ সংগঠনটির ছয় গুরুত্বপূর্ণ সদস্য পাক নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা আজ রবিবার জানান, আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন কুররাম এজেন্সিতে তারা আত্মসমর্পণ করেছেন।
জানা গেছে, হাকিমুল্লাহ মেহসুদ এর ভাই এজাজ মেহসুদ এবং চাচা খায়ের মুহাম্মদ মেহসুদ গতকাল শনিবার কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। তারা আত্মসমর্পণের জন্য আফগানিস্তান থেকে পাকিস্তানে ঢুকেছেন নাকি পাকিস্তানের গোপন আস্তানা থেকে বের হয়ে এসেছেন এ ব্যাপারে কিছু জানা যায়নি।
এ বিষয়ে এখন পর্যন্ত টিটিপির কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
মার্কিন ড্রোন হামলায় ২০১৩ সালের নভেম্বরে উত্তর আফগানিস্তানে নিহত হন টিটিপির সাবেক প্রধান হাকিমুল্লাহ মেহসুদ।
সূত্র : রেডিও তেহরান
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ