সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


বায়তুল্লাহর হাতে বায়াতের ঘোষণা জাওয়াহেরির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

365051 copyআন্তর্জাতিক ডেস্ক : আল কায়েদা প্রধান আইমান আল জাওয়াহিরি আফগান তালেবানের নতুন আমির মৌলবি বায়তুল্লাহর হাতে বায়াতের ঘোষণা দিয়েছেন। সংবাদ মাধ্যমে পাঠানো এক অডিওবার্তায় জওয়াহেরি এই ঘোষণা দেন।

গত মাসে মার্কিন ড্রোন হামলায় তালেবানে সাবেক আমির মোল্লা আখতার মনসুর নিহত হওয়ার পর মৌলবী বাইতুল্লাহ সংগঠনটির নতুন আমির নিযুক্ত হন।

২০১১ সালে পাকিস্তানের এ্যবটাবাদে মার্কিন সৈন্যদের এক গোপন অভিযানে আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকে আইমান আল জাওয়াহেরি আল কায়েদার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

 

সূত্র: ডন

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ