শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৭ ফাল্গুন ১৪৩১ ।। ২২ শাবান ১৪৪৬

শিরোনাম :
ইফা প্রকাশিত সাহরী-ইফতারের সময় নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই : মাওলানা আবদুল মালেক আল্লাহ ও নবীকে (সা.) নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা সর্বোচ্চ শাস্তি চায় বৃহত্তর উত্তরা উলামা পরিষদ শ্রীমঙ্গলে রিসোর্টের আড়ালে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত মাতৃভাষা : হৃদয়ের গভীরতম এক স্পন্দন রমজানে ভোগ্যপণ্যের মজুত করলে কঠোর হবে সরকার: অর্থ উপদেষ্টা ইসলামে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম চরমোনাই মাহফিলে বৃহত্তর ঐক্যের ডাক মজলিস আমিরের স্বেচ্ছায় গ্রেফতার হতে আদালত প্রাঙ্গণে যাবেন জামায়াত আমির শুরায়ি নেজামের কাছে বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর

টিকার সরঞ্জাম গেলেও যাননি স্বাস্থ্য সহকারী, শিশুরা টিকা বঞ্চিত!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
দুর্গাপুর (নেত্রকোনা)  প্রতিনিধি

মাসউদুর রহমান ফকির: দুর্গাপুর (নেত্রকোনা)  প্রতিনিধি -

টিকার সরঞ্জাম গেলেও সেখানে যাননি স্বাস্থ্য সহকারী যে কারনে টিকা দেওয়া হয়নি ওই এলাকার শিশুদের। ফলে হাসপাতালেই ফিরে এসেছে সব টিকার সরঞ্জাম। এমনি ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে। সেখানের দায়িত্বে ছিলেন স্বাস্থ্য সহকারী মো. হযরত আলী। তবে তার দাবী সেখানের দায়িত্ব থাকার বিষয়টি তার জানা নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ১৭ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসাম্মৎ জেবুন্নেসার এক লিখিত অফিস আদেশে মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) এর দায়িত্ব বাতিল করে গাঁওকান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারীর দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয় মো. হযরত আলীকে। এরপর চলতি বছরের জানুয়ারি মাসের ১২ তারিখে এক মাসের ছুটিতে যান মো. হযরত আলী । ছুটি শেষের পর যোগদান করেন চলতি ফেব্রুয়ারী মাসের ১২ তারিখ এবং গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারী) শিশুদের টিকাদানে কার্যক্রমে ওই ওয়ার্ডের জাগিরপাড়া সরকারি বিদ্যালয়ের অস্থায়ী কেন্দ্রে টিকা প্রদানের কথা থাকলেও সেখানে যাননি তিনি। ফলে হাসপাতাল থেকে পাঠানো সব টিকাসহ সরঞ্জাম হাসপাতালেই ফেরত এসেছে যার কারণে সময়মতো টিকা পায়নি ওই এলাকার শিশুরা। এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা।

এ নিয়ে আজ সোমবার সকালে সরেজমিনে গেলে কথা হয় গাঁওকান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা আমিনা খাতুনের সঙ্গে। তার ৩ মাসের শিশু সন্তান কে টিকা দেওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। তবে টিকা প্রদানকারীরা এই কার্যক্রম না করায় দেওয়া হয়নি তার শিশুকে টিকা। তিনি অভিযোগ তুলেছেন,টিকা দেওয়া হয় কবে এটাই তাদের জানানো হয়না। আগে মাইকিং করে জানালেও এখন আর এভাবে জানানো হয়না যেকারণে টিকা থেকে বঞ্চিত হচ্ছেন। একই অভিযোগ তুলেছেন একই গ্রামের অনেকেই।

এক মাস ছুটি শেষে যোগদান করেও কর্মস্থলে না গিয়ে দায়িত্বের অবহেলার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য সহকারী মো. হযরত আলী  মুঠোফোনে বলেন, টিকা প্রদানে ওই ওয়ার্ডে ওইদিন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা তার জানা নেই বরং গতকাল তিনি ছুটি নিয়েছেন। একমাস ছুটি শেষে যোগদানের ৪ দিন পর আবারও ছুটি নেওয়ার প্রশ্নের উত্তরে বলেন, আমি শারীরিক ভাবে অসুস্থ তাই এখন ২১ দিনের ছুটি নিয়েছি।

তবে স্বাস্থ্য সহকারী মো. হযরত আলীর আবারও ছুটির বিষয়ে জানেন না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সুব্রত চক্রবর্তী বলেন, একমাস ছুটি নিয়ে ফের যোগদান করেছেন ওইখানের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী হযরত আলী। কিন্তু এখন আবারও গতকাল ছুটি নেওয়ার বিষয়টি আমার জানা নেই। টিকা প্রদানের প্রশ্নে তিনি বলেন, গতকাল সেখানে ভ্যাকসিন (টিকা) পাঠানো হলেও কাজ হয়নি। ভ্যাকসিন ফেরত এসেছে। বিষয়টি আমাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়কে অবহিত করবো ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, এক মাস ছুটি শেষে চলতি মাসের ১২ তারিখ যোগদান করেছেন স্বাস্থ্য সহকারী হযরত আলী কিন্তু গতকাল পূনরায় ছুটিতে যাওয়ার আবেদন পাননি তিনি। আর টিকা প্রদানে ওই স্বাস্থ্য সহকারী যায়নি এটাও শুনেনি। তবে এমনটাই হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ