সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ।। ১৯ মাঘ ১৪৩১ ।। ৪ শাবান ১৪৪৬

শিরোনাম :
কাল সারাদেশে কওমি শিক্ষাবোর্ড বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা নির্বাচন নিয়ে দুই ইসলামী দলের মতবিনিময় সংস্কারের আলাপ যত বেশি দীর্ঘায়িত হবে দেশ ততবেশি সংকটে পড়বে: তারেক রহমান অনুমতি ব্যতীত ইজতেমা ময়দানে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ, চলছে দ্বিতীয় পর্বের প্রস্তুতি দাওয়াত ও তালিমের কাজ ওলামায়ে কেরামের দায়িত্ব মানবজীবনে আদব অতি গুরুত্বপূর্ণ বিষয়: বায়তুল মোকাররমের খতিব ‘খুনিদের এভাবে সেফ এক্সিট দিলে চরম মূল্য দিতে হবে’ বিশ্ব ইজতেমায় হাফেজ্জী চ্যারিটেবলের ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতিষ্ঠাতার উসুলের ওপর থাকলেই তাবলিগ হবে ফেতনামুক্ত: মুফতি মুবারকুল্লাহ

২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে ইসলামী আলোচক আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামী বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহকে ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তার চোখে একটি অস্ত্রপচার করা হয়েছে। এ ছাড়া তার সঙ্গে দুর্ঘটনার শিকার তার স্ত্রী ও সন্তানরা এখন সুস্থ আছেন।

রবিবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানিয়েছেন আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।

তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা আমাদেরকে একটি বড় বিপদ ও সাংঘাতিক দুর্ঘটনা থেকে হেফাজত করেছেন। স্কুল বন্ধের দিন থাকায় তিন মেয়ে এবং তাদের মা মোমেনশাহী অঞ্চলের দুদিনের এ দ্বীনি সফরে সাথে ছিলো। দুর্ঘটনার মুহুর্তেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। যে ধরনের এক্সিডেন্ট ছিলো তাতে জীবন নিয়ে ফেরাটা নিরেট আল্লাহর অনুগ্রহ।

আমাদের বেঁচে গাড়ি থেকে বের হতে দেখে মানুষের মন্তব্য এমনই ছিলো!

তিনি আরো বলেন, সুবহানাল্লাহ। পরবর্তীতে শরীরের বিভিন্ন অংশে ব্যাথা পাই। ডান চোখে কাঁচ ঢুকে গিয়ে আই লিড কেটে যায়। সকালেই ইমার্জেন্সি ভিত্তিতে চোখে একটি সফল অপারেশন হয়েছে।

ভিশন ফেরত এসেছে, চোখ ঢাঁকা আছে। প্রচন্ড শরীর দূর্বল এবং মাথা ভার লাগছে। আগামী ২৪ ঘণ্টার জন্য ডাক্তারগণ আমাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। আমি এখন অনেক ভালো অনুভব করছি আল হামদুলিল্লাহ। বাচ্চা ও তাদের মা হালকা ইঞ্জুরি হলেও এখন ভালো আছে।

আমাদের সফরসঙ্গী মঈনের সাস্থ পরীক্ষা করা হয়েছে, বুকে চাপ লেগেছে চিকিৎসাধীন আছে, ভালো আছে।

ইসলামী এই বক্তা আরো বলেন, দেশ বিদেশ থেকে আপনাদের সবার দোয়ার জন্য গভীর কৃতজ্ঞতা জানাই। সর্বস্তরের ভাই-বোনদের গভীর ভালোবাসা, মমতা আর আমাদের প্রতি অকৃত্রিম দুয়া ও পরিবারের খোঁজ খবর নেয়ার কথা আমৃত্যু আমরা ভুলবো না। শত-শত কল এসেছে আমরা ধরার মত অবস্থায় ছিলাম না। ক্ষমা চাইছি অপারগতার জন্য। আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দিন। আমাদের সবার পরিবারকে নিরাপদে রাখুন। আপনাদের নেক দুয়ায় সদাই স্মরণে রাখবেন- বিনীত আরজ। আল্লাহ তায়ালা যেনো দ্রুত শিফা দান করেন এবং দ্বীনের পথে অটল অবিচল রাখেন।

এর আগে শনিবার রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় সপরিবারে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ