|| আতাউল্লাহ নাবহান মামদুহ ||
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৮০:৩৮%। মুমতায (স্টার মার্ক) ৫৫,১৪২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,০৩৮ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৪,৬৩২ জন। মাকবুল (৩য় বিভাগ) ৯১,৩৬১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৬৬,১৭৩ জন।
বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫/ ২৬ শে রমজান ১৪৪৬ হিজরী) বেফাক মিলনায়তনে দুপুর ১২টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, মুতাওয়াসসিতা (নিম্ন মাধ্যমিক) ছাত্রদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে
- মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ, দক্ষিণকান্দী, শিবচর-এর আব্দুল্লাহ মুবাশ্বির এবং
- মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ, দক্ষিণকান্দী, শিবচর-এর মো: ইমদাদুল্লাহ। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৮৮
২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়া মাদানিয়া বারিধারা-এর মোহাম্মদ আমানুল্লাহ কাফী। তার প্রাপ্ত নম্বর ৬৮৭।
৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২জন। যথাক্রমে-
- মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ, দক্ষিণকান্দী, শিবচর-এর মোঃ মানযিল ইসলাম এবং
মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ, দক্ষিণকান্দী, শিবচর-এর মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৮৬।
অন্য দিকে মুতাওয়াসসিতা (নিম্ন মাধ্যমিক) ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে যৌথভাবে ৩জন। যথাক্রমে-
- ময়মনসিংহ জেলার মাদরাসা খাদীজাতুল কোবরা (রা.), মাসকান্দা, নতুন বাজার-এর মারইয়াম আব্দুল্লাহ,
- ময়মনসিংহ জেলার দারুন নাজাত মহিলা মাদরাসা, মাসকান্দা-এর যুহায়রা তাসনীম ও
নেত্রকোনা জেলার জামিয়া আরাবিয়া হালিমা সাদিয়া মহিলা মাদরাসা, নোয়াগাঁও, পূর্বধলা-এর আদিবা সুলতানা তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৭৯।
২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার মাহাদু তালিমিল বানাত, কুড়াতলী, খিলক্ষেত-এর সাদিয়া বিনতে ফোরকান তার প্রাপ্ত নম্বর ৬৭৮।
৩য় স্থান অধিকার করেছে নেত্রকোনা জেলার ফাতিমাতুয যাহরা রা. মহিলা মাদরাসা ও আব্দুল হামিদ এতিমখানা, নিশ্চিন্তপুর, সদর-এর মোছা: আতিয়া মুহসিনা ছিফাত। তার প্রাপ্ত নম্বর ৬৭৭।
হাআমা/