মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে কাজ করবে নয়াদিল্লি সিরায়া বিজয়ে সিরাজদিখানে সাধারণ জনতার আনন্দ মিছিল সীমান্তহত্যার অসঙ্গতি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে: পররাষ্ট্রসচিব লালপুরে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ! জামিয়া আরবিয়া গোরকঘাটা’র মাহফিল আগামীকাল কুরআনের হাফিজগণ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে: খান মোঃ রেজা-উন-নবী চাটমোহরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের সুযোগ দেয়া যাবে না: মুফতী ফয়জুল করীম অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে দিল্লিকে বার্তা দেওয়া হয়েছে: পররাষ্ট্রসচিব

ভারতের অপকর্ম, অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) সোয়া চারটার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। এতে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক আশরাফ আলী আকন।

বৈঠক শেষে মিডিয়ার ব্রিফিংয়ে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ও জাতির দুশমন। তাকে যে দেশ আশ্রয় দিয়েছে সে দেশও বাংলাদেশের শত্রু। ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করলেও ভারত তা মনে করে না। ভারত বার বার বাংলাদেশে তাদের আগ্রাসী মনোভাব বিভিন্নভাবে জাহির করে। সামনে থেকে ভারত যদি প্রতিবেশি রাষ্ট্র হিসেবে তাদের নীতি ও পলিসির পরিবর্তন না করে তাহলে ভারতের ব্যাপারে আমাদেরকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।

মিডিয়া ব্রিফিংয়ে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, আমরা বন্ধু চাই, ভারতের দাসত্ব চাই না। আমরা মিত্রতা চাই কিন্তু অধিনতা, মিত্রতা চাই না। তিনি বলেন, ভারতের অপকর্ম, অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। ভারতের যে কোন আগ্রাসন এদেশের জনগণ জীবন ও রক্ত দিয়ে প্রতিহত করতে প্রস্তুত। ভারতকে আর ছাড় দেয়া হবে না।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ