হাসান আল মাহমুদ : রাজধানী ঢাকা শহরে ১০ হাজার নিমের চারা রোপন করার উদ্যোগ নিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। সে লক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় চারা রোপন করে চলেছে তার সংস্থা আস্সুন্নাহ ফাউন্ডেশন’র স্বেচ্ছাসেবকরা।
আজ শনিবার ( ১৭ আগস্ট) শায়খ আহমাদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।
তিনি লিখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকার গাছপালা। এই ক্ষতি পোষাতে আমরা ঢাকা শহরে ১০ হাজার নিমের চারা রোপণ করছি।
রোপণের জন্য নিমের চারা বেছে নেয়ার কারণ, আমরা আশা করছি, এতে ঢাকার দূষিত বাতাস স্বাস্থ্যকর ও কোমল হবে। পাশাপাশি এই নির্দয় শহরের পাখিরাও নিমের ফল থেকে পর্যাপ্ত খাবার পাবে।
কমেন্ট বক্সে তিনি লিখেন, প্রত্যেক এলাকার বিশ্বস্ত প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে চারা রোপণ করা হচ্ছে। চারার সাথে বাঁশের মজবুত খুঁটি এবং সচেতনতামূলক ফেস্টুন লাগানো হচ্ছে। রোপণের পর স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পরিচর্যা ও নিয়মিত খোঁজ-খবর নেয়া হবে ইনশাআল্লাহ।
হাআমা/