বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের পেশাজীবীদের একটি বড় অংশ মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার বাংলাদেশেও পরিচিত শব্দ। দেশের অনেক তরুণ আইসিটির বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে ফ্রিল্যান্সার হিসেবে দেশে বসে বিদেশি গ্রাহকের জন্য কাজ করছেন।
তার মধ্যে অনলাইন জগতে বর্তমানে সবচেয়ে এগিয়ে ডিজিটাল মার্কেটিং। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে ব্যক্তিগত অনলাইন ভিত্তিক সকল কাজে ডিজিটাল মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ব্রাদার্স কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র “ডিজিটাল মার্কেটিং কোর্স” এ সীমিত কোটায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, “ব্রাদার্স কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র” ২০১৮ সাল থেকে বর্তমান পর্যন্ত অত্যন্ত সুনাম ও সাফল্যের সাথে বিভিন্ন পেশার কয়েক হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়ে আসছে। অনুষ্ঠিতব্য ডিজিটাল মার্কেটিং কোর্সটি যেমন সহজ তেমনি Success এর পরিমাণও অনেক বেশি।
যা থাকছে কোর্সে-
গুগল এডসেন্স, ভিডিও এডিটিং
• ওয়েবসাইট ও পেইজ S.E.O
• ফেইজবুক ও ইউটিউব মার্কেটিং
• চ্যানেল ও ভিডিও অপটিমাইজেশন
• ইউটিউব মনিটাইজেশন
• ফেইজবুক ক্যাম্পেইন
• ওয়েবসাইট অডিট ইত্যাদি
• নাইস সিলেকশন ও ফাইবার মার্কেটিং
কোর্স সম্পর্কিত তথ্য-
■ কোর্সের মেয়াদ ৬ মাস
■ ক্লাস সপ্তাহে ২ দিন
■ মঙ্গলবার ও শুক্রবার
■ ক্লাসের সময়: সন্ধা ৭ টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত
■ আসন সংখ্যা ১২ টি
আসন পূর্ণ হয়ে গেলে ভর্তি নেয়া হবে না।
তাই সময় নষ্ট না করে Skill Development করে Freelancing করুন।
ভর্তি হতে আজই যোগাযোগ করুন এই ঠিকানায়-
ব্রাদার্স কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
শ্রীপুর, আশুলিয়া, সাভার, ঢাকা।
মোবাইল: 01727554825
www.brotherscomputer.org
https://www.facebook.com/bctcsavar
এনএ/