রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় অবস্থিত হযরত খাদিজা (রা.) মহিলা মাদরাসা ছাত্রী ও শিশুদের জন্য ভর্তি কার্যক্রম চালু করেছে। চলতি শিক্ষাবর্ষে কিতাব বিভাগ, ইন্টারন্যাশনাল হিফজ বিভাগ, নাজেরা বিভাগ এবং বালক-বালিকা শাখায় আদর্শ নূরানী-কিন্ডারগার্টেন (শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি) পর্যন্ত ভর্তি চলছে। রয়েছে আবাসিক, অনাবাসিক এবং ডে-কেয়ার সুবিধা।
মাদরাসাটি মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটেলের পাশে, উত্তরে বি-২৪/এ, ডি.আই.টি রোডে অবস্থিত। মূল সড়কের পাশেই শীতাতপ নিয়ন্ত্রিত, মনোরম ও কোলাহলমুক্ত পরিবেশে গড়ে তোলা প্রতিষ্ঠানটি সহজে যাতায়াতযোগ্য।
মাদরাসার বিশেষ বৈশিষ্ট্য:
* আন্তর্জাতিক মানের হাফেজা দ্বারা পরিচালিত হিফজ বিভাগ।
* বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে কিতাব বিভাগে পাঠদান।
* সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই এবং লেখাপড়ার প্রতি মনোযোগী করে তোলা হয়।
* ক্লাসেই পড়া মুখস্থ করানোর কার্যকর পদ্ধতি।
* ছাত্রীদের জন্য ফিল্টারকৃত ফ্রেশ পানি এবং রুচিসম্মত খাবারের ব্যবস্থা।
* ছোট শিশুদের মানসিক বিকাশে উপযোগী খেলাধুলার উপকরণ।
* দুর্বল ও অমনোযোগী ছাত্রীদের জন্য বিশেষ যত্ন নেওয়া হয়।
বিশেষ দ্রষ্টব্য:
বয়স্কা মহিলা ও স্কুলপড়ুয়া ছাত্রীদের জন্য (পার্ট-টাইম) সহীহ শুদ্ধভাবে কুরআন শিক্ষা এবং জরুরি মাসয়ালা-মাসায়েল শিক্ষার সুব্যবস্থা রয়েছে।
মাদরাসার মুহতামিম মাওলানা মুফতী মুহাম্মদ যোবায়ের আহমদ (উজানী) বলেন, ‘আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পরিবেশে দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে মানসম্মত শিক্ষা প্রদান আমাদের লক্ষ্য। আগ্রহী অভিভাবকগণকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আপনাদের সন্তানদের একটি সুস্থ, নিরাপদ ও ইসলামী শিক্ষাভিত্তিক ভবিষ্যতের জন্য আমাদের মাদরাসায় ভর্তি করান।’
ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
প্রতিষ্ঠাতা পরিচালক: হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ঢালী চাঁদপুরী
মোবাইল: ০১৯১৭৭৬৭৩৭৮
মুহতামিম: মাওলানা মুফতী মুহাম্মদ যোবায়ের আহমদ (উজানী)
মোবাইল: ০১৬৮২৯৬৯০১১
যাতায়াত:
ঢাকার যেকোনো জায়গা থেকে মালিবাগ চৌধুরীপাড়া, আবুল হোটেল সংলগ্ন একটি বিল্ডিং, উত্তরে বি-২৪/এ, ডি.আই.টি রোড, ঢাকা-১২১৯।
এসএকে/