আলী জুবায়ের খান
৪৮তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষা ও আঞ্চলিক বোর্ড পরিক্ষায় ঈর্ষনীয় ফলাফল করেছে 'ফুলপুর আদর্শ মাদরাসা'র শিক্ষার্থীগণ।
২০২৪/২৫ শিক্ষাবর্ষে ৪৮তম কেন্দ্রীয় বেফাক পরিক্ষায় অংশগ্রহণকারী ১১৬ জন শিক্ষার্থীর মাঝে মেধাতালিকায় স্থান পেয়েছে ৩৯ জন। ইবতেদাইয়্যাহ জামাতে ১৯, মুতাওয়াসসিতাহ জামাতে ১৭, ফযিলত জামাতে ১, তাহফিযুল কুরআন বিভাগে ২ জন।
এছাড়াও আঞ্চলিক বোর্ড 'তানযিম' এ হেদায়াতুন্নাহু জামাতে ৪, মিযান জামাতে ৪ জন সহ মোট ৮জন।
ইত্তেফাক বোর্ডেও ছাত্ররা মেধার স্বাক্ষর রেখেছেন। হেদায়াতুন্নাহু জামাতে ১৫, মিযান জামাতে ১২, হিফয বিভাগে ৩জন সহ মোট ৩০ জন মেধাতালিকায় স্থান পেয়েছে।
এ বিষয়ে ফুলপুর আদর্শ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আবু রায়হান বলেন , 'আমাদের শিক্ষার্থীরা প্রতিবছরের মতো এ বৎসরও আশানুরূপ সাফল্য অর্জন করেছে। এর জন্য তাদের মেহনত এর পাশাপাশি মাদরাসার উস্তাদদের মেহনতও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী মেধাতালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের মাদরাসার খরচে উমরাহ করার সুযোগ দিয়ে থাকি। গত বৎসরও ৪জন শিক্ষার্থীকে উমরাহ করানো হয়েছে। আগামী শিক্ষাবর্ষেও এই সুযোগ থাকবে ইনশাআল্লাহ।'
এমএইচ/