বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ।। ৩ বৈশাখ ১৪৩২ ।। ১৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

প্রতিভা ও মেধা বিকাশের এক অনন্য ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

জামি'আ ইসলামিয়া বাইতুল আমান
রোড নং ১৬, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
ভর্তির জন্য যোগাযোগ: ০১৭৫৪-১৪৫৪৭৩, ০১৮৮৬-৪৬১২১৯
কোর্সের মেয়াদ: ১ বছর (২য় বছর ঐচ্ছিক)

ইফতা বিভাগের বৈশিষ্ট্যসমূহ:

• মৌলিকভাবে দারুল উলূম করাচির নেসাবের অনুসরণ।

• ১০ লক্ষাধিক টাকার বিভিন্ন শাস্ত্রের কিতাবাদির সুবিশাল সমাহার।

• ইফতা বিভাগের জন্য স্বতন্ত্র ব্যবস্থাপনা।

• 'মুখতালাফ ফীহ' বিষয়ে হিফজুন-নুসূসের প্রতি গুরুত্ব প্রদান।

• ফিকহ, উসূলুল ফিকহ, উলূমুল হাদীস, উলূমুল কুরআন ও ইলমুত তারীখের কিতাবসমূহের পরিচিতি প্রদান।

• ইসলামী ব্যাংকিং, অর্থনীতি ও আধুনিক মাসায়েল বিষয়ে পাঠদান।

• সমকালীন মাসায়েল, অর্থনীতি, ব্যাংক, বীমা, শেয়ারবাজার, কোম্পানি ও আধুনিক চিকিৎসাবিজ্ঞান বিষয়ক তামরীন।

• হাদীস ও আসারুস সালাফের আলোকে তামরীনের প্রতি সবিশেষ গুরুত্ব প্রদান।

• গুরুত্বপূর্ণ বিষয়ে চার মাজহাবের আলোকে তামরীন; সমকালীন ইসলামিক স্কলারদের মতামত সম্পর্কেও ধারণা।

• বিষয়ভিত্তিক মুহাযারা (মাঝে মাঝে দেশের শীর্ষ মুফতিদের মাধ্যমে)।

• ইংরেজি ভাষার প্রতি যত্নারোপ।

• আগ্রহীদের কম্পিউটার টাইপ ও ব্যবহারের প্রাথমিক ধারণা প্রদান।

• সুদক্ষ আসাতিযায়ে কেরামের সার্বক্ষণিক নিবিড় তত্ত্বাবধান।

• হাতে-কলমে ইলমুল ফারায়েজ প্রশিক্ষণ।

লিখিত ও মৌখিক পরীক্ষা:

• হেদায়া ৩য় খণ্ড (প্রথম ১০০ পৃষ্ঠা)

• নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ)

ভর্তির শর্ত:

• তাকমীলের কেন্দ্রীয় পরীক্ষায় ন্যূনতম 'জায়্যিদ জিদ্দান' বিভাগে উত্তীর্ণ হতে হবে।

ভর্তি চলবে:

• ইফতা বিভাগ: ৮ই শাওয়াল থেকে ১০ই শাওয়াল (প্রত্যহ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত)।

• কিতাব বিভাগ: ৮ই শাওয়াল থেকে।

• নূরানী-মক্তব ও হিফজ বিভাগ: ১লা রমজান থেকে।

মাসরাফদের জন্য সুব্যবস্থা রয়েছে।

যাতায়াত:
দেশের যেকোন স্থান হতে ঢাকার শ্যামলী/গাবতলী/সুইচগেট/মোহাম্মদপুর থেকে আদাবর ১৬ নং রোড, পানির পাম্প সংলগ্ন জামি'আ ইসলামিয়া বাইতুল আমান।

সার্বিক তত্ত্বাবধানে:
মুফতী মাহমুদুর রহমান
মুদীর, অত্র জামি'আ
যোগাযোগ: ০১৭৫৪-১৪৫৪৭৩, ০১৮২০-২৩৫৭৫৬

এসএকে/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ