ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ পাঠ্যক্রমের প্রতিষ্ঠান মাদরাসাতু ইবাদির রহমান। এখানে কওমি সিলেবাস (মাদানী নেসাব) ও জাগতিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ শিক্ষা কারিকুলামে পাঠদান করা হয়। ফলে মাদানি নেসাবের সকল কিতাব অধ্যায়ন করে আলেম হওয়ার পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে পড়ে এসএসসি পরীক্ষা দেওয়ার বিশেষ সুযোগে আছে। যাতে এই মাদরাসার শিক্ষার্থীরা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে বিস্তৃত কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারে।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুখলিছুর রহমান কাসেমী বলেন, আমরা ছাত্রদেরকে বহুমুখী যোগ্যতায় গড়ে তুলতে চাই। যাতে যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় তারা অগ্রভূমিকা পালন করতে পারে। তিনি আরও বলেন, যারা সন্তানদেরকে দ্বীনি পরিবেশে থেকে দ্বীন শেখার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চান, তাদের জন্য এ প্রতিষ্ঠানে ভিজিট করার আমন্ত্রণ রইলো।
ভর্তি বিষয়ে মাদরাসা সূত্র জানিয়েছে, ভর্তির শেষ তারিখ: ঈদুল ফিতরের পরে ৭ দিন পর্যন্ত।
আসন সংখ্যা সীমিত! কোটা পূরণ সাপেক্ষে ভর্তি বন্ধ হবে। ভর্তিতে প্রথম দশ জনের ক্ষেত্রে আছে বিশেষ ছাড়!
মাদানী নেসাবের বৈশিষ্ট্য:
প্রথম বছরেই কোরআন ও হাদীসের ভাষা আরবির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
পড়া, লেখা, অনুশীলনী, আরবিতে কথা বলা, বক্তৃতা ইত্যাদির মাধ্যমে সার্বক্ষণিক আরবি চর্চা করানো হয়। এতে ছাত্ররা প্রথম বছরেই আরবি ভাষায় পারদর্শী হয়ে যায়।
পাশাপাশি মাদ্রাসাতু ইবাদুর রহমান:
ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানেও পারদর্শী করে তোলে।
প্রথম বছর থেকেই ছাত্রদের আরবি ও ইংরেজি ভাষায় পড়া, লেখা, বোঝা ও কথা বলার দক্ষতা গড়ে তোলার জন্য বিশেষ মেহনত করা হয়।
সাথে থাকছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান,পদার্থবিজ্ঞান,ইতিহাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাঠদান।
আমাদের বিভাগসমূহ :
কিতাব বিভাগ (মাদানী নেসাব প্রথম বর্ষ):
এটি উচ্চতর পড়াশোনার প্রথম ধাপ, যেখানে ছাত্রদের আরবি ভাষা সর্বোচ্চ গুরুত্বসহ চর্চা করানো হয়। সাথে থাকছে জেনারেল বিষয় সমূহ।
হিফজ বিভাগ:
একটি মানসম্পন্ন হিফজ বিভাগ, যেখানে ছাত্রদের মশক দেয়া ও দৈনন্দিন রিপোর্টের মাধ্যমে পড়াশোনার মান উন্নয়নের চেষ্টা করা হয়।
নূরানী ও নাজেরা বিভাগ:
এখানে কোমলমতি শিশুদের অত্যন্ত যত্নসহকারে পাঠদান করা হয়।
যে কারণে অনন্য এ মাদরাসা :
ছাত্রদের পড়াশোনার পাশাপাশি আমল, আখলাক, সুন্নাতে নববীর অনুসরণ, গুনাহ মুক্ত জীবন ও উন্নত চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক (সাবেক ইমাম, খানকা মসজিদ দেওবন্দ, ভারত) অত্যন্ত বুজুর্গ ও আহলে দিল ব্যক্তি। যার সংস্পর্শে এলে আত্মার খোরাক পাওয়া যায়। তিনি ছাত্রদের আমলি জিন্দেগি গঠনের জন্য সর্বদা সচেষ্ট থাকেন।
যোগ্য, অভিজ্ঞ, আন্তরিক ও মেহনতী ওস্তাদদের মাধ্যমে পাঠদান করানো হয়।
আমাদের প্রতিষ্ঠানটি উত্তরা বাইতুস সালাম, জামিয়াতুস সালাম, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া(নিউ মালিবাগ)—এসব স্বনামধন্য মাদ্রাসার সিলেবাসের আলোকে পরিচালিত।
আমাদের আছে অত্যন্ত নিরিবিলি, কোলাহলমুক্ত, পড়াশোনার উপযোগী, শান্ত পরিবেশ।
ছাত্রদের শরীরচর্চার জন্য রয়েছে বিশাল মাঠ।তিন বেলা রুচিসম্মত খাবারের ব্যবস্থা।
কওমি মাদ্রাসার কেন্দ্রীয় বেফাক বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ সুযোগ।
সর্বোপরি বিজ্ঞ,বিচক্ষণ,দক্ষ, একনিষ্ঠ যুগ সচেতন আলেম তৈরি করাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
01644968081. 01990752838
যাতায়াত: যেকোনো স্থান থেকে গাজিপুরের কোনাবাড়ী, নছের মার্কেট, কামাল মার্কেটের ১০০গজ পশ্চিমে অথবা ভান্নারা, সুয়াপাড়া ব্রিজ সংলগ্ন বরাব, মৌচাক, কালিয়াকৈর, গাজিপুর ।
এমএম/