সোমবার, ৩১ মার্চ ২০২৫ ।। ১৭ চৈত্র ১৪৩১ ।। ২ শাওয়াল ১৪৪৬


হিফজুল কুরআনে সারাদেশে প্রথম গাজীপুরের বাইতুল হিকমাহ’র শিক্ষার্থী মু’তাসিম বিল্লাহ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) এর ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় তাহফিজুল কুরআন মারহালায় বিভাগে প্রথম স্থান অধিকার করেছে গাজীপুরের বাইতুল হিকমাহ একাডেমি’র শিক্ষার্থী মু’তাসিম বিল্লাহ। 

সম্প্রতি প্রকাশিত ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে তার এই কৃতিত্বের ঘোষণা আসে। 

গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অদূরে অবস্থিত এ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক জনপ্রিয় ইসলামী আলোচক ও কলামিস্ট মাওলানা যুবায়ের আহমাদ বলেন, মেধাবী ও কৃতি ছাত্র মু’তাসিম বিল্লাহ আমাদের জন্য দেশের সর্বোচ্চ সম্মান এনে দিয়েছে। আল্লাহ তার আশা কবুল করুক।  যোগ্য আলেম হয়ে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুক।

জানা যায়, তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামে।

এবং বাইতুল হিকমাহ মাদরাসার মানসম্পন্ন শিক্ষাদানের ফলে তিনি এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন। 

মু’তাসিম বিল্লাহ দীর্ঘ সময় ধরে কুরআন মুখস্থ করেছে, তার কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে নিজেকে তৈরি করেছে।

পাশাপাশি বাইতুল হিকমাহ মাদরাসার মানসম্পন্ন শিক্ষাদান এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও নিজের আত্মপ্রত্যয় তাকে এই সফলতার শিখরে পৌঁছে দিয়েছে। 

এমএম/


সম্পর্কিত খবর