বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ।। ১৩ ফাল্গুন ১৪৩১ ।। ২৮ শাবান ১৪৪৬


আলখলীল কুরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
মুস্তাকিম আল মুনতাজ

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণায় এলাকায় অবস্থিত আলখলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ এর উদ্যোগে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও শিক্ষক নিয়োগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরুণাস্থ ফেদায়ে ইসলাম (রহ.) এর ভবণে বোর্ডের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়েরর সঞ্চালনায় সিনিয়র সহ-সভাপতি মাওলানা কারী রশিদ আহমদ হামিদীর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

প্রশিক্ষণ কর্মশালায় আগত ডেলিকেটদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন বোর্ডের উপদেষ্টা ও বানিয়াচং ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, বোর্ডের সহ-সভাপতি মাওলানা কারী সাইফুর রহমান মাক্কী, মাওলানা কারী হিলাল আহমদ, মাওলানা হাফিজ শফিউল আলম, হাফিজ মাওলানা ফখররুজ্জামান, সহকারী সম্পাদক মাওলানা কারী আব্দুর রহমান শরীফপুরী, বোর্ডের কেন্দ্রীয় পরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা কারী আব্দুল গফুর কবীর, বানিয়াচং ফাজিল মাদরাসার প্রফেসর জনাব ফজলুক। 

কর্মশালায় অংশগ্রহণকারীদের মশকে কিরাত প্রদান করেন বোর্ডের কেন্দ্রীয় প্রশিক্ষক কারী মাওলানা আব্দুর নূর আনোয়ারী ও বোর্ডের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা কারী আনহার উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, বোর্ডের সহ-সভাপতি মুফতি জহিরুদ্দীন কাসেমী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা কারী আব্দুল বাছিত আরিফ,কেন্দ্রীয় সমাজ কল্যান সম্পাদক মাওলানা কারী মোসলেহ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সহকারী মিডিয়া সম্পাদক মাওলানা কারী মাহফুজুর রহমান হুজায়ফা, বোর্ডের কেন্দ্রীয় সদস্য মাওলানা কারী সাজ্জাদুর রহমানসহ আল-খলীলের কেন্দ্রীয় দায়িত্বশীলগণ।

আলখলীল কুুরআন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানান, কুরআন নাজিলের মাস পবিত্র মাহে রমজানে সারাদেশে বিশুদ্ধ তিলাওয়াতে কুরআনের প্রশিক্ষণ নিশ্চিতকরণের লক্ষ্যে আসন্ন রমজানে সারাদেশের সহস্রাধিক দারুল কিরআত প্রশিক্ষণ কেন্দ্রে সহস্রাধিক বিজ্ঞ কারী নিয়োগ সম্পন্ন করা হয়েছে। বোর্ডের কেন্দ্রীয় কার্যালয় থেকে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ কার্যক্রম সমাপ্তি হয়। প্রতি রমজান মাসেই যোগ্য, দক্ষ ও বিজ্ঞ শিক্ষক শিক্ষিকা তৈরীর লক্ষ্যে দিনব্যাপী শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আলখলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ। আজকের কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে নবীন প্রবীণ ক্বারী ফুজালাগণ অংশগ্রহণ করেছেন। কর্মশালা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের জিম্মাদারগণ ভর্তি ফরম, পাঠ্যপুস্তকসহ যাবতীয় কাগজপত্র নিয়ে যান।

কেন্দ্রীয় কার্যালয় থেকে মঙ্গলবার বিকেলে দেশের সহস্রাধিক ক্বিরআত প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ সম্পন্ন করেছে আল খলীল কুরআন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। পরবর্তীতে আল-খলীল বোর্ডের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমীরে আঞ্জুমান মুফতি মুহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভী হাফিজাহুল্লাহ'র গুরুত্বপূর্ণ নসিহত ও দোয়ার মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, আলখলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মাওলানা আদনান আলম হামিদী। ২০১১ সালে আল খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশে প্রতিষ্ঠালাভ করে।

আরএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ