সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ।। ১০ ফাল্গুন ১৪৩১ ।। ২৫ শাবান ১৪৪৬


শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা চৌধুরী পাড়ার ভর্তির তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়া ঢাকার ১৪৪৬- ৪৭ নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে।

জানা যায়, রমজানের পর ০৬, ০৭ ও ০৮ এপ্রিল ২০২৫ ঈসায়ি/০৭, ০৮ ও ০৯, শাওয়াল ১৪৪৬ হিজরি রবি, সোম ও মঙ্গলবার ৩ দিন সকল বিভাগে ভর্তি নেওয়া হবে মাদরাসাটিতে।

নির্দেশনা অনুযায়ী- পুরাতন ছাত্রদের মধ্যে বিগত শিক্ষাবর্ষ ১৪৪৫-৪৬ হিজরির বার্ষিক পরীক্ষায় যারা স্কলার  বিভাগে উত্তীর্ণ হয়েছে এবং কোনপ্রকার অভিযোগ নেই, তারা ভর্তির উপযুক্ত বলে বিবেচিত হবে। প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্ররা বিবেচনাধীন থাকবে।

নতুন ছাত্রদের ভর্তির ক্ষেত্রে প্রতি জামাতের ২টি কিতাবের লিখিত ও মৌখিক পরীক্ষায় স্কলার বিভাগে উত্তীর্ণ হওয়া আবশ্যক।

ভর্তি ইন্টারভিউতে যেসব কিতাবের পরীক্ষা নেওয়া হবে:

ইফতা: বুখারি প্রথম খণ্ড, হিদায়া (কিতাবুল বুয়ু+ফতহুল কদির) ও নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ)।

তাকমীল জামাত: মিশকাতুল মাসাবিহ (১ম খণ্ড) ও শরহু নুখরাতিল ফিকার।

ফযীলত ২য়: তাফসিরে জালালাইন (১ম খণ্ড) ও হিদায়া (১ম খণ্ড)।

ফযীলত ১ম: শরহে বেকায়া (১ম খণ্ড) ও নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ)।

সানাবিয়া উলইয়া: কাফিয়া ও কুদুরি।

সানাবিয়া ৪র্থ: হিদায়াতুন্নাহু ও নূরুল ইযাহ।

সানাবিয়া ৩য়: নাহভেমীর ও রওযাতুল আদাব।

সানাবিয়া ২য়: মিযানুছ ছরফ ও আত্বরীক ইলাল আরাবিয়্যাহ/ বাকুরাতুল আদব।

সানাবিয়া ১ম: তাইসীরুল মুবতাদি ও তালিমুল ইসলাম (৪র্থ খণ্ড) বাংলা ও গণিত ৫ম শ্রেণী।

ইবতিদায়ী ২য়: বাংলা, অংক (৪র্থ শ্রেণি) আরবি ও উর্দু কায়দা।

ইবতেদায়ী ১ম: বাংলা, অংক (৩য় শ্রেণি) আরবি।

হিফজ ও মক্তব: মৌখিক পরীক্ষা হবে।

মাদরাসার কতৃপক্ষ সূত্রে জানা গেছে,  সকল বিভাগে লিখিত ও মৌখিক পরীক্ষা একসঙ্গে নেওয়া হবে। এর জন্য আলাদা সময় নির্ধারিত করা নেই।

ভর্তি পরীক্ষা প্রতিদিন সকাল ৮.০০টা থেকে বেলা ১২.৩০টা, দুপুর ২.৩০মিনিট থেকে ৪.৩০মিনিট পর্যন্ত চলবে।

কতৃপক্ষ আরও জানিয়েছেন, ভর্তির জন্য জন্ম নিবন্ধন অথবা ন্যাশনাল আইডি কার্ড-এর ফটোকপি ভর্তি ফরমের সাথে সংযুক্ত করে দিতে হবে।

ভর্তি খরচ:

সকল বিভাগের ভর্তি ফরম: ২০০ টাকা

সকল বিভাগের ভর্তি ফি: ৬০০০ টাকা

মাসিক খরচ:

সকল বিভাগের মাসিক আবাসিক চার্জ: ৫০০ টাকা ( ফ্রি ও আংশিকের ক্ষেত্রে প্রযোজ্য)

মাসিক বোর্ডিং খরচ: ৪৫০০ টাকা (৩ বেলা খাবার ও আবাসিক চার্জ)

মক্তব বিভাগের ডে কেয়ার খরচ: ৩ বেলা- ৫০০০টাকা, ২ বেলা- ৪০০০টাকা, ১ বেলা- ২৫০০টাকা। (বেতনসহ)

আসন সংখ্যা সীমিত হওয়ায় উপরের নির্দেশনা অনুযায়ী ভর্তিচ্ছুক সকল ছাত্রকে প্রস্তুতি গ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন মাদরাসাটির মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী।

ভর্তি সংক্রান্ত সকল যোগাযোগ: ০১৭১৬১১৭৪১৩ (নায়েবে মুহতামিম, মাওলানা খুরশীদ আলম কাসেমী), ০১৮১৯১৪৪৬৮১ (নাযেমে তালিমাত, মাওলানা মুসলিম উদ্দীন)।

উল্লেখ্য, সম্প্রতি এই মাদরাসাটি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পবিত্র ওমরা পালনের সুযোগ দিচ্ছে। বাংলাদেশের কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর কেন্দ্রীয় পরীক্ষা ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার পরীক্ষায় প্রথম স্থান থেকে দশম স্থান পর্যন্ত মেধাতালিকায় স্থান লাভ করলে তাকে ওমরা পালনের সুযোগ করে দেওয়া হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ