|| নাঈমুর রহমান নাঈম ||
পবিত্র রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের জামি'আ আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসায় অনুষ্ঠিত হবে তিনটি কোর্স। কোর্সগুলো ১ম রমজান থেকে ২০রমজান পর্যন্ত মোট ২০ দিনব্যাপী চলবে।
১. S@ifur's এর ইংলিশ স্পোকেন কোর্স
থাকা, খাওয়া, কোর্স ফি, নয়টা বই,ও সার্টিফিকেটসহ মোট:৫,৪৫০/- টাকা। ইংলিশ কোর্সের জন্য যোগাযোগ:০১৭১২৪-১৮১১৩, ০১৭৪৬-৭০৪৬১৯
২. কম্পিউটার কোর্স
বেসিক থেকে শুরু করে বাংলা, ইংরেজি,আরবি ও কম্পোজ শেখানো হবে। এবং নানা প্রোগ্রামিন শেখানো হবে। কম্পিউটার প্রশিক্ষণ দেওভোগ মাদরাসার ছাত্রদের জন্য: ১,০০০/-এবং অন্যান্যদের জন্য: ২,০০০-/ থাকা খাওয়া ফ্রী। কম্পিউটার কোর্সের জন্য যোগাযোগ: ০১৩০৩-০৮২০২৮
৩. আরবী ভাষা ও খত্ত্বে রুক্বআ এবং বাংলা ও উর্দু হাতের লেখা কোর্স
আরবী ভাষা ও খত্ত্বে রুক্বআ কোর্সের জন্য: ৭০০/-এবং বাংলা ও উর্দু হাতের লেখার জন্য:৭০০/- থাকা -খাওয়া ফ্রী।
আরবী ভাষা ও হাতের লেখা কোর্সের জন্য যোগাযোগ:০১৯০৮৮৩৭৭১৯, ০১৪৭৬৭০৪৬১৯
যাতায়াত: নারায়ণগঞ্জ চাষাড়া মোড় পার হয়ে ২নং রেল গেট থেকে পশ্চিমে দেওভোগ মাদরাসা।
সার্বিক বিষয়ে মাদ্রাসার সাথে যোগাযোগ করতে: ০১৭১২৪১৮১১৩, ০১৭৪৬৭০৪৬১৯
হাআমা/