মিশরের আল আযহারের সিলেবাসকে ভিত্তি করে আরবি ভাষা ও ইসলামি জ্ঞান চর্চার জন্য দেশের প্রথম পূর্নাঙ্গ ই-লার্নিং প্লাটফর্ম হিসাবে আত্মপ্রকাশ করলো আননুর ইন্সটিটিউট ফর আল আযহার এডুকেশন।
আল আযহার বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান দুজন গ্রাজুয়েট মাওলানা মুহাম্মাদ লুতফেরাব্বী ও মাওলানা ওয়াসিফুর রহমানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ই-লার্নিং প্লাটফর্ম আননুর ইন্সটিটিউটের অধীনে শাবান - রমজানে অনেকগুলো কোর্স চালু করা হয়েছে।
পরিচালকগণ জানিয়েছেন, চারটি পৃথক ইন্সটিটিউটের মাধ্যমে শিক্ষার্থীরা এখানে জ্ঞানার্জন করতে পারবেন।
১. আল-কুরআনুল কারিম ইনস্টিটিউট
২. আরবি ভাষা ইনস্টিটিউট
৩. আল-আযহার ইনস্টিটিউট
৪.বিশেষায়িত শিক্ষা ইনস্টিটিউট
আন–নুর ইনিস্টিউটের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে:
- আল-আযহারের কারিকুলামে ক্লাসিক ও আধুনিক আরবি ভাষা শেখানো এবং ইসলামি সকল শাস্ত্রের পাঠদান।
- অবিচ্ছিন্ন পরম্পরায় (মুত্তাসিল সনদ) বর্ণিত প্রসিদ্ধ দশ মুতাওয়াতির কিরাআতে কুরআনের ইজাযা প্রদান।
- সরাসরি আল-আযহারের শিক্ষক ও গ্রাজুয়েটদের কাছে পড়ার সুযোগ।
- আযহারী স্কলারদের মাধ্যমে শিক্ষামান নিয়ন্ত্রণ।
- কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।
অন্যান্য বৈশিষ্ট্য সমূহ:
- Coursera ও Udemy এর মতো বাংলা – আরবি ও ইংরেজি তিন ভাষায় সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত আল-আযহারের পূর্ণাঙ্গ ই-লার্নিং প্লাটফর্ম।
- সকল বয়স ও স্তর উপযোগী লাইভ ও রেকর্ডেড কোর্স।
- বিশেষায়িত শিক্ষা ইন্সটিটিউটের অধীনে যেকোন শাস্ত্রে শিক্ষার্থী ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নের সুযোগ ।
- নিজস্ব স্টুডেন্ট প্রোফাইল ও ড্যাশবোর্ডের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী নিজের সকল প্রোগ্রেস পর্যবেক্ষণ করা।
- মাল্টিপল পেমেন্ট গেটওয়ের সহজলভ্যতা এবং সকল পেমেন্ট ও এনরোলমেন্টের স্বয়ংক্রিয় ডিজিটাল রিসিট।
বিস্তারিত জানতে ওয়েবসাইটে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিজিট করুন: www.annour.education
হাআমা/