গাজীপুরের কাপাসিয়ায় ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল কোরআন মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল।
রোববার (৯ ফেব্রুয়ারি) বাদ আসর থেকে মাদরাসা ময়দান ভূবনের চালা, কাপাসিয়া, গাজীপুরে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, মজলুম আপোষহীন আলেমেদীন জননন্দিত মুফতি জসিম উদ্দীন রাহমানী, সাবেক মুহাদ্দিস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুর ঢাকা।
আরও আলোচনা করবেন বরেণ্য ওয়ায়েজ মাওলানা জিল্লুর রহমান আজাদী, সহকারী অধ্যাপক নামিলা আনছারিয়া মাদরাসা, কাপাসিয়া; মুফতি আনোয়ার হুসাইন কাসেমী, খতিব, মসজিদে আবু বকর সিদ্দীক (রা.) নারায়ণগঞ্জ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা বাহাউদ্দীন আহমদ, শাইখুল হাদিস জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুর, ঢাকা। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা আশেকে মোস্তফা, মুহতামিম লতিফপুর জামিয়া উলুমে শারইয়্যাহ মাদরাসা। পাগড়ী প্রদান করবেন আল্লামা ইমদাদুল্লাহ, শায়খুল হাদিস জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ ও খলিফা, শাহ আবরারুল হক (রহ.) ভারত।
মাহফিলে সভাপতিত্ব করবেন, হজরত মাওলানা হারুনুর রশিদ, সিনিয়র মুহাদ্দিস কাপাসিয়া দারুল উলুম মাদরাসা
যাতায়াত: দেশের যেকোনো প্রান্ত থেকে গাজীপুর জেলার কাপাসিয়া ঢাকা মেইন রোডে সাইনবোর্ড থেকে ১ কি.মি. উত্তরে; কাপাসিয়া শ্রীপুর রোডে দস্যু নারায়ণপুর বাজার থেকে ১ কি.মি. দক্ষিণে।
হাআমা/