সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ ।। ১৩ মাঘ ১৪৩১ ।। ২৭ রজব ১৪৪৬


‘ইবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশের হামলা ফ্যাসিবাদকে মনে করিয়ে দেয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

আজ রবিবার (২৬ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, শিক্ষকদেরকে অবমূল্যায়ন করলে সুনাগরিক গঠন অসম্ভব। শিক্ষকদের জীবনমান উন্নত করা রাষ্ট্রের দায়িত্ব। ইবতেদায়ী শিক্ষকরা ৪০ বছর যাবত মানবেতর জীবন-যাপন করে আসছেন। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের বৈষম্যের শিকার হ‌ওয়া ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার ফ্যাসিবাদকে মনে করিয়ে দেয়। পুলিশের ফ্যাসিবাদী চরিত্রের পরিবর্তন হয়নি। পুলিশকে আমূল সংস্কার করতে হবে। এ ন্যাক্কারজনক ঘটনায় দোষীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে আহতদের চিকিৎসার ভার অন্তর্বর্তীকালীন সরকারকেই বহন করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, ১৯ জানুয়ারি থেকে তারা আন্দোলন করে যাচ্ছে। গত ২১ জানুয়ারি তাদের অবস্থান কর্মসূচির তৃতীয় দিনে ইবতেদায়ী শিক্ষকদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানিয়ে প্রেস ক্লাবে উপস্থিত হন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ। প্রায় এক সপ্তাহ শিক্ষকরা প্রেসক্লাবে অবস্থান করলেও কেন সরকারের দায়িত্বপ্রাপ্ত কোন কোন ব্যক্তি শিক্ষক নেতাদের সাথে আলোচনায় বসেনি। এটা রাষ্ট্রিয় কর্তৃপক্ষের সর্বোচ্চ অমনোযোগীতার উদাহরণ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ