বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ।। ৪ পৌষ ১৪৩১ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
সাদপন্থী আনোয়ার আব্দুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করলো বাহুবলের উলামায়ে কেরাম হজের চূড়ান্ত নিবন্ধন ১৫ জানুয়ারি পর্যন্ত ‘সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কঠোর অবস্থানগ্রহণ করতে হবে’ ভোটের মাধ্যমে সমর্থন পাওয়াই জনগণের আস্থার প্রতিফলন: তারেক রহমান বাংলাদেশে আরবি ভাষার জাগরণ মুফতি সাঈদ আহমদকে অপহরণ চেষ্টা, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিবাদ ‘সীমান্তে বিএসএফের জুলুম নির্যাতনের সকল সীমা অতিক্রম করছে’ কওমি শিক্ষার্থীরা পরিশ্রমী-মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন: মুফতি দিলাওয়ার হোসাইন কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত দলের ৩ জনের আত্মসমর্পণ সাদপন্থীদের কার্যক্রম বন্ধ  ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কওমি শিক্ষার্থীরা পরিশ্রমী-মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন: মুফতি দিলাওয়ার হোসাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা ২০২৪ -এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন

দেশের অন্যতম শীর্ষ আলেম আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন বলেছেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা অনেক পরিশ্রমী, মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন। তারা মিশকাত, জালালাইন ক্লাসে যে পরিশ্রম করে জেনারেল শিক্ষায় শিক্ষিতরা পাঁচবছরেও এ রকম পরিশ্রম করে না।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউণ্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ কওমী ছাত্রপরিষদের উদ্যোগে ৬ষ্ঠ জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা ২০২৪ -এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মুফতি দিলাওয়ার হোসাইন বলেন, আমি সত্যিই অভিভূত হিফজুল হাদিসের এরকম একটি সুন্দর উদ্যোগ বাংলাদেশ কওমী ছাত্রপরিষদ গ্রহণ করেছেন এবং আমাদের ছাত্ররা অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে এসেছেন।

এসময় প্রধান অতিথি জেনারেল ও ইসলামী শিক্ষার মধ্যে পার্থক্য তুলে ধরেন। পাশাপাশি, বাংলাদেশ কওমী ছাত্রপরিষদের সকল কার্যক্রমের উত্তরোত্তর সমৃদ্ধি ও দায়িত্বশীলদের পরিশ্রম কবুলের জন্য আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন।

পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা আসাদুজ্জামান নূরের পরিচালনায় ও সদস্য সচিব হাফেজ আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়খুল হাদিস মাওলানা আবু তাহের জিহাদী (মুহতামিম, জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসা)।

প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন (মুহতামিম, জামিয়া ইসলামিয়া দারুল উলুম আকবর কমপ্লেক্স , মিরপুর, ঢাকা) ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল্লাহ বাকি নদভী (সিনিয়র ইমাম জাতীয় মসজিদ বায়তুল মোকাররম)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ আবু নোমান মাদানী (বিভাগীয় প্রধান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ,  জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ী বড় মাদরাসা), আ.স.ম আল আমিন (সাবেক কেন্দ্রীয় আহবায়ক, বাংলাদেশ কওমী ছাত্রপরিষদ)।

এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ হেলাল উদ্দিন (কেন্দ্রীয় অফিস সম্পাদক, বাংলাদেশ কওমী ছাত্রপরিষদ), মো: জাফর উল্লাহ (আহবায়ক,  কওমী ছাত্রপরিষদ ঢাকা মহানগর উত্তর), হাফেজ ইকরামুল হক (আহবায়ক,  কওমী ছাত্রপরিষদ ঢাকা মহানগর পূর্ব), হাফেজ রেজাউল করিম শাফী (জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা ২০২২ সালের জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জনকারী প্রতিযোগি)।

প্রধান বক্তা শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল্লাহ বাকি নদভী তার বক্তব্যে হিফজুল হাদিসের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সময়ে এ ধরনের আয়োজন আরো বেশি করা দরকার।

তিনি ব্যক্তি জীবনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে রাসূল সাঃ এর সুন্নাহ পালন করার উদাত্ত আহ্বান জানান এবং হিফজুল কুরআন প্রতিযোগিতার পাশাপাশি হিফজুল হাদিস প্রতিযোগিতা আয়োজন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরী। আমরা হাত বাঁধা নিয়ে মতানৈক্য করছি অথচ ইসলামবিরোধীরা আমাদের হাত দুটোই কেটে দিচ্ছেন। তিনি বর্তমান সময়ে সকল বিভেদ ভুলে ঐক্যের উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, সারা দেশে জেলা ও বিভাগীয় পর্যায়ে পর্যায়ক্রমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে সর্বশেষ গতকাল ১৮ ডিসেম্বর  (বুধবার) উক্ত প্রতিযোগিতার চূড়ান্ত বাছাইপর্ব সম্পন্ন হয় এবং আজ ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) পুরস্কার ফলাফল প্রকাশ ও পুরষ্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রথম ৩ জনসহ মোট ৮ বিভাগের ২৪ জনকে পুরস্কৃত করা হয়। ১ম স্থান অধিকার করেন সিলেট বিভাগের প্রতিযোগি আব্দুল্লাহ আল নোমান, ২য় স্থান অধিকার করেন সিলেট বিভাগের প্রতিযোগী যুবায়ের আহমদ  ও ৩য় স্থান অধিকার করে চট্টগ্রাম বিভাগের মো. আশরাফ গুফরান।

অনুষ্ঠান শেষে মেহমানদের হাত দিয়ে  ১ম স্থান, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে যথাক্রমে নগদ ২৫০০০, ২০০০০, ১৫০০০  ও ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারীকে যথাক্রমে ১২০০০ ও ১০০০০ এবং ৬ষ্ঠ থেকে ১০ম স্থান অর্জনকারী প্রত্যেককে নগদ ৫০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়।

এ ছাড়াও ১১তম থেকে ২৪তম প্রতিযোগিসহ সকল প্রতিযোগিদেরকে নগদ অর্থসহ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সভাপতি শায়খুল হাদিস মাওলানা আবু তাহের জিহাদীর সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ