বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ ।। ১৪ মাঘ ১৪৩১ ।। ২৯ রজব ১৪৪৬


মাদরাসাতুল মারওয়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অভিভাবকদের সাথে প্রতিষ্ঠান কতৃপক্ষের চিন্তার আদান প্রদান ও সার্বিক উন্নতির লক্ষ্যে হিফজ ও নাজেরা বিভাগের অভিভাবকদের অংশগ্রহণে গার্ডিয়ান গাইডলাইন এন্ড নাসিহাহ প্রোগ্রাম শিরোনামে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টায় রাজধানীর মিরপুর-১ অবস্থিত মারওয়াহ মিলনায়তনে এইচ এম বাশির আহমাদের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদ -এর সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মারওয়াহ'র হিফজ বিভাগের শিক্ষার্থী শেখ জুবায়ের আহমাদের কুরআন তিলাওয়াত ও রাইয়ান হাওলাদারের নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম অধিবেশন শুরু হয়।

 

শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মারওয়াহ'র নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা আবুবকর বিন রাশেদ।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ফজর ইনস্টিটিউটের চেয়ারম্যান, অনলাইন এ্যাক্টিভিষ্ট, বিশিষ্ট লেখক মাওলানা রুহুল আমিন সাদী। 

বিরতির পর কুরআন তিলাওয়াত ও নাতে রাসুলের মাধ্যমে ২য় অধিবেশন শুরু হয়।

এই অধিবেশনে গুরুত্বপূর্ণ মাইন্ড ট্রেনিং ও প্যারেন্টিং সেশন করেন স্বনামধন্য প্যারেন্টিং কোচ, শিক্ষক প্রশিক্ষক, আল মাহির স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক এইচ এম রায়হানুল কাবীর।

প্রধান অতিথীর আলোচনা ও মুল্যবান নাসিহাহ পেশ করেন মারওয়াহ'র প্রধান উপদেষ্টা, সিরাজগঞ্জ বাহেলা খাতুন জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলোচক ডক্টর আল্লামা খলিলুর রহমান আল আজহারী হাফিযাহুল্লাহ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মারওয়াহ'র সম্মানিত কো-অর্ডিনেটর হাফেজ ক্বারী মাহবুব গাজী, কাজী মাসুদুর রহমান, হাফেজ মাওলানা আবু সুফিয়ান,হাফেজ মাওলানা ছানাউল্লাহ,মুফতি সালমান মাহমুদ,হাফেজ মাওলানা জাহিদ হাসান,মাওলানা আব্দুর রহমান, ইমাম হাসান, ইফতেখার আহমেদ প্রমুখ।

প্রতিষ্ঠানের সার্বিক মানোয়ন্নয়নের জন্য অনুষ্ঠানে অভিভাকদের মতামত ও পরামর্শ নেওয়া হয়। গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন মারওয়াহ'র সম্মানিত অভিভাবক ও আইটি এডভাইজার জনাব আনসারুল হক শিহাব, বিশিষ্ট ব্যবসায়ী বজলুর রহমান ও মার্কেন্টাইল ব্যাংকের প্রশাসনিক কর্মকর্তা জনাব হাবিবুর রহমান হেলাল। 

হাফেজ মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদ -এর সমাপনী বক্তব্য শেষে প্রধান অতিথির দুআর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ