রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬


শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী বলেছেন, শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষাব্যবস্থায় ইসলামবিরোধী বিষয়গুলো প্রত্যাহার করতে হবে। আলেমদের শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে অন্তর্ভুক্ত করলে জাতি সুন্দর সিলেবাস উপহার পাবে। দেশের ভবিষ্যত প্রজন্ম নৈতিক ও সুন্দর চরিত্রের অধিকারী হবে।

দেশের প্রতিটি প্রাইমারি স্কুলে অন্তত একজন করে আলেম ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবিও জানান তিনি।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা মহানগর জমিয়তের উদ্যোগে আয়োজিত শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান বক্তার বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সংগ্রামী মহাসচিব, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, অবিলম্বে দেশকে নির্বাচনের পথে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ সতের বছর আমরা রাজপথে ফ্যাসিস্ট সরকারের পতনে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নেতৃবৃন্দ জেল-জুলুম, রিমান্ড, মামলা, হামলা, নির্যাতনের স্বীকার হয়েছেন। দীর্ঘ এ সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এখন আমাদের উচিৎ দেশকে সংস্কারে মনযোগ দেয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহবান অনতিবিলম্বে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্যমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি মুফতী মনিরুল হক কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জিহাদীর পরিচালনায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক জনাব উৎবাতুল বারী আবু, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওলানা রশিদ আহমদ বিন ওয়াক্কাস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কারানির্যাতিত মাজলুম মুফতী জাকির হোসাইন খাঁন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক ও জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান  হাফিজ রশিদ আহমদ, ঢাকা মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতী আবু সাঈদ, যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল আদনান, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সহ সভাপতি মুফতী মোহাম্মদ ইসলামাবাদী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা খলীলুর রহমান, মাওলানা মুহিব্বুল্লাহ বুরহান, মাওলানা জসিম উদ্দিন বিজয়পুরী, মাওলানা নুরুল হক সিরাজী, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি হাফেজ খালেদ মাহমুদ প্রমূখ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ