রাজধানী ঢাকার আফতাবনগরে অবস্থিত মাদরাসাতুন নূর আল আরাবিয়া বাংলাদেশের কিতাব বিভাগের সবক উদ্বোধন সম্পন্ন হয়েছে।
শনিবার (৪ মে ) মাদরাসার অডিটোরিয়ামে কিতাব বিভাগের শিক্ষার্থীদেরেক নিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আ.স.ম আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দরস উদ্বোধন করেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক সিনিয়র পেশ ইমাম ও চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদের সিনিয়র পেশ ইমাম শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল্লাহিল বাকি নদভী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে দোয়া পরিচালনা করেন, জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস মাওলানা আবু তাহের জিহাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া কাসেম নানুতুবি রহ. রামপুরা এর শিক্ষক ও আফতাবনগর বায়তুল আকসা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি হুসাইন আহমাদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মাওলানা আরিফ হোসেন, মাওলানা আল আমিন আজিজ, মাওলানা মিনারুল ইসলামসহ মাদরাসার শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
এনএ/