মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ।। ১৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১ জমাদিউস সানি ১৪৪৬


ইমাম শাইবানী ফিকহ একাডেমীর ইফতিতাহি দরস শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সপ্তাহান্ত কিসমুল ফিকহ ইমাম শাইবানী ফিকহ একাডেমীর উদ্বোধনী দরস অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মে মাসে।

জানা যায়. আগামী ৩ মে (শুক্রবার) সকাল ৯ টা একাডেমী প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ঢাকার বিভিন্ন মাদরাসা থেকে বাছাই করা তাকমীল সম্পন্নকারী একঝাঁক মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে দ্বিতীয় বারের মতো যাত্রা শুরু করেছে ইমাম শাইবানী ফিকহ একাডেমী। রাজধানীর কিছু প্রাজ্ঞ ও অভিজ্ঞ মুফতি শিক্ষকমণ্ডলীর দ্বারা এই প্রতিষ্ঠানটি এক বছরেই নজর কেড়েছে ওলামা ও মুফতি মহলের।

‘মুফতি তৈরী নয়, বরং ফিকহের যাওক ও তাফাক্কুহের প্রেরণা যোগানোই আমাদের অভিলাষ’ স্লোগান নিয়ে ২০২২ সালে যাত্রা শুরু করেছিল ইমাম শাইবানী ফিকহ একাডেমী। আগ্রহী তাকমিল সম্পন্নকারী শিক্ষার্থীগণ চাইলে এখনো ভর্তি হতে পারেন এই একাডেমীতে।

ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারে-  01322 075374, 01829669921

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ