শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক

তেজগাঁও আল-জামিয়াতুল ইসলামিয়া বায়তুল আমান মাদরাসায় ভর্তি শুরু আগামীকাল  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানী ঢাকার বি.জি. প্রেস স্টাফ কোয়ার্টার, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া বায়তুল আমান মাদরাসায় (মাদরসা ও লিল্লাহ বেডিং) ভর্তি শুরু হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (০৮ শাওয়াল) সকাল ৮টা থেকে।

জানা যায়, প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সাবেক শিক্ষা সচিব ও স্বনামধন্য মুহাদ্দিস মুফতি আফজাল হোসাইন কাইমুরী।

জামিয়ার শায়খুল হাদিস হিসেবে দরস প্রদান করছেন আল্লামা আবু সাবের আব্দুল্লাহ্।

জামিয়ার বিভাগ সমূহ-

■ আদর্শ নুরানী মক্তব

■ আধুনিক মশকের পদ্ধতিতে নাজেরা

■ আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন

■ কিতাব বিভাগ (ইবতেদাইয়্যাহ-দাওরায়ে হাদিস)

জামিয়ার বৈশিষ্ট্য সমূহ-

» দরসে নেযামি ও মাদানি নেসাবের সমন্বয়ে পাঠদান।

» অভিজ্ঞ ও যোগ্য আল্লাহভীরু শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত।

» দেশ-বিদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত।

» শিক্ষার পাশাপাশি আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনে বিশেষ তরবিয়ত ও ইসলাহি মজলিসের ব্যবস্থা।

» দৈনন্দিন কাজকর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের আমলী প্রশিক্ষণ।

» সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে ছাত্রদের পড়ালেখার মানোন্নয়ন করণ।

» কওমি মাদরাসার শিক্ষাবোর্ড কর্তৃক প্রণীত সিলেবাস অনুকরণ।

» ছাত্রদের মেধা বিকাশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ।

» লেখা-পড়া, আমল-আখলাক ও উন্নত চরিত্র গঠনে উস্তাদগণের সার্বক্ষণিক তত্ত্বাবধান।

» আরবি ভাষায় লিখনী, কথোপকথন ও বক্তৃতার সুব্যবস্থা।

» আরবি ভাষার পাশাপাশি বাংলা, অংক, ইংরেজী ও সাধারণ জ্ঞান পাঠদান।

বি:দ্র: দাওরায়ে হাদিস-মেশকাত জামাত এবং গরীব ও মেধাবী ছাত্রদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

যোগাযোগ-

মাওলানা আবুল কালাম

মুহতামিম ও শায়খুল হাদিস, অত্র জামিয়া

মোবাইল: ০১৯৯৯-৪৯৯৭৯৯

মুফতি নুরুজ্জামান

ভাইস প্রিন্সিপাল, অত্র জামিয়া

মোবাইল: ০১৭৩৬-৩৬৭৬১৬

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ