শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ

রাজধানীর আল্লামা শামসুল হক রহ. মাদরাসায় ভর্তি শুরু আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল্লামা শামসুল হক রহ. মাদরাসায় ১৪৪৫-৪৬ হিজরি শিক্ষাবর্ষের ফরম বিতরণ ও ভর্তিপরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বুধবার ( ১৭ এপ্রিল ) সকাল ৮:০০ থেকে।

আগ্রহী তালিবে ইলমদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।

জানা যায়, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরীদপুরী ( সদর সাহেব হুজুর ) রহ. এর আদর্শে অনুপ্রাণিত হয়ে হযরতের নামে মাদরাসাটি প্রতিষ্ঠিত করা হয়েছে।

মাদরাসাটির অন্যতম একটি বৈশিষ্ট হলো- জামাতুল হুফফায।যার মাধ্যমে মেধাবী পরিশ্রমী হাফেয ছাত্ররা মাদানী নেসাবের সমন্বয়ে এক বছরেই ৩ জামাত পড়ার এবং পরবর্তী বছরে নাহবেমীর জামাতে ভর্তির যোগ্য হয়ে গড়ে উঠবে।

ভর্তি শুরু: ৮ শাওয়াল ( ১৭ এপ্রিল )

সবক শুরু: ১৪ শাওয়াল

মাদরাসার চলমান বিভাগ সমূহ-

■ ইফতা বিভাগ ( এক বছর মেয়াদী, ফিকহ ও উসুলুল ফিকহের সমন্বয়ে )

■ কিতাব' বিভাগ ( মেশকাত পর্যন্ত )

■ হিফয ও হিফয শুনানি বিভাগ

■ নাযেরা ও নূরানী বিভাগ

জামাতুল হুফফায এর বৈশিষ্ট্যসমূহ-

>প্রতিদিন নামাযের বাইরে ২ পারা এবং তাহাজ্জুদ ও পাঁচ ওয়াক্তের সুন্নাতে ১ পারা তিলাওয়াতের তদারকি

>আরবী, বাংলা, ইংরেজী সুন্দর হস্তলিপির প্রতি গুরুত্বারোপ আরবী ও ইংরেজীতে কথোপকথন, বক্তৃতা ও লেখনীর প্রতি সবিশেষ গুরুত্বারোপ

>বার্ষিক পরীক্ষার পর থেকে ক্লাস শুরু হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ের বিশেষ মূল্যায়ন

>বাংলা, ইংরেজী, গণিত, ভূগোল, সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান গুরুত্বসহকারে পাঠদান

>পর্যাপ্ত আলো-বাতাস ও খোলামেলা পরিচ্ছন্ন পরিবেশ

>তিনবেলা স্বাস্থ্য ও রুচিসম্মত সুষম খাবার পরিবেশন

>সার্বক্ষণিক বিদ্যুৎ এর ব্যবস্থা

>গরীব ছাত্রদের জন্য বিশেষ বিবেচনা

মাদরাসার শাখা সমূহ-

১ নং শাখা- আল্লামা শামসুল হক রহ. মাদরাসা।

২৩৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা ( যাত্রাবাড়ী বড় মাদরাসা থেকে ২৫০ গজ দক্ষিণে )

২ নং শাখা নিজস্ব ক্যাম্পাস

পলাশপুর, আব্দুল্লাহপুর কেরাণীগঞ্জ, ঢাকা

৩নং শাখা  ‘নৈশ মাদরাসা’

১ম থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত

■ স্কুল কলেজ ভার্সিটির ছাত্র, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকুরিজীবী ও ব্যবসায়ীদের জন্য রাত্রিকালীন দ্বীনি ইলম হাসিলের সু-ব্যবস্থা

■ ৭ বছরে দাওরায়ে হাদিস ( সপ্তাহে ৪ রাত ক্লাস )

■ প্রয়োজনে থাকা খাওয়ার সু-ব্যবস্থা

ঠিকানা:  যাত্রাবাড়ী বড় মাদরাসা থেকে ২০০ গজ দক্ষিণে ৩০৯/সি, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা

৪ নং শাখা- ফরজে আইন ( আফটার স্কুল মুনাজ্জাম মক্তব )

স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত, দিনমজুরসহ যে কোনো পেশার যে কোনো বয়সের দ্বীনী ভাইদের জন্য অল্পদিনে যখনই সুযোগ হয় তখনই ফরজে আইন পরিমাণ ইলম হাসিলের সুব্যবস্থা।

ঠিকানা: রসুলপুর শাহী মসজিদের পশ্চিমে ১০৭ রসুলপুর, দনিয়া যাত্রাবাড়ী, ঢাকা।

হিফয বিভাগের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন হুফফাযুল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্টা ও কেন্দ্রীয় সিনিয়র প্রশিক্ষক হাফেয কারী মাওলানা সায়ীদুর রহমান (যশোরী হুযুর)

ইফতা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন- বিশিষ্ট উসুলবীদ ও মাসনা মাদরাসার মুহতামিম মুফতী ইয়াহইয়া

যোগাযোগ: আল্লামা শামসুল হক রহ. মাদরাসা, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা।

০১৭১৫ ৩৮৪৯৭৬ (মুহতামিম) ০১৯১৯ ১৯৫২২৮ (অফিস)

ফেসবুক পেজ লিংক: https://www.facebook.com/shamsulhaquerh.madrasa?mibextid=ZbWKwL

ওয়েবসাইট: https://shamsulhaquemadrasa.com

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ