শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ

সীমিত কোঠায় ভর্তি নেবে ঢাকার জামিয়া ইসলামিয়া জহির উদ্দিন আহমদ মানিক নগর মাদ্রাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সীমিত কোঠায় ভর্তি নেবে জামিয়া ইসলামিয়া জহির উদ্দিন আহমদ মানিক নগর মাদ্রাসা ও এতিমখানা ৫৭/১ এ, ওয়াসা রোড উত্তর মানিকনগর ঢাকা।

জানা যায়, ১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষে নূরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগের নতুন-পুরাতন ছাত্রদের সীমিত কোঠায় ভর্তি নেয়া হবে। ফরম বিতরণ : ৭ শাওয়াল  ১৭ এপ্রিল বুধবার।

বিভাগসমূহ-
ক. আদর্শ নূরানী 
খ. নাজেরাতুল কুরআন 
গ. হিফজুল কুরআন 
ঘ. হিফজ রিভিশন 
ঙ. কিতাব বিভাগ 
(ইবতিদাইয়্যা থেকে তাকমিল দাওরায়ে হাদিস পর্যন্ত)

বৈশিষ্ট্য সমূহ
★ তিন বছরে হিফজুল কুরআন সমাপনীর ব্যবস্থা। ★ আন্তর্জাতিক মানের হাফেজ কারীগণের তত্ত্বাবধানে মশক ও শ্রুতিমধুর তিলাওয়াত শিক্ষা।
★ পড়া লেখার মানোন্নয়নে বেফাক ও হাইয়াতুল উলয়া বোর্ডের অধীনে পরিক্ষা গ্রহণ।
★ মনোরম পরিবেশে তিন বেলা স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন।
★ প্রাথমিক চিকিৎসা ও নিয়মিত শরীরচর্চা।
★ সুদক্ষ শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে দ্বীনি পরিবেশে পাঠদান ও গ্রহণ। 
★ ধর্মীয় ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়। 
★ নৈতিক ও চারিত্রিক অবক্ষয় রোধে আত্মশুদ্ধির ব্যবস্থা।
★ এতিম মেধাবী ও অসহায় ছাত্রদের জন্য থাকা খাওয়ার বিশেষ ব্যবস্থা। 
★ সার্বক্ষণিক নিরাপত্তার লক্ষ্যে সিসি ক্যামেরা ও সিকিউরিটি গার্ডের ব্যবস্থা ।

ভর্তির নিয়মাবলি ও খরচের তালিকা।
ভর্তি ফরম: ১০০ একশত টাকা। 
নতুন ছাত্রদের ভর্তি ফী : ৩৫০০/-
পুরাতন ছাত্রদের ভর্তি ফী ২৫০০/-

নূরানী, নাজের ও হিফজ বিভাগের আবাসিক, অনাবাসিক / ডে-কেয়ার বেতন : ১৫০০/-
মাসিক খোরাকি : ২৫০০/-

কিতাব বিভাগের বেতন: ১২০০/- 
মাসিক খোরাকি : ২০০০/-

ভর্তি ইচ্ছুক সকল ছাত্রকে এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, এন আইডি ফটোকপি/জন্ম
সনদের ফটোকপি সাথে আনতে হবে।

প্রতিদিন সকাল ০৮টা থেকে ১২ টা, দুপুর ২.৩০ মি. থেকে আসর ও মাগরিবের পর থেকে রাত ৯টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। 

সার্বিক যোগাযোগ: ০১৮৩৩৫৫৭১১১২, ০১৯৩১৩৪৯৬৬৯, ০১৯৩১৩৪৭৯৭৭

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ