দেশের প্রসিদ্ধ দ্বীনি বিদ্যাপিঠ মারকাযুদ্দাওয়াহ আলইসলামিয়া ঢাকার ইফতা বিভাগের প্রাক্তন উস্তায মুফতি মুহাম্মদ ইয়াহইয়া পরিচালিত রাজধানীর মিরপুর পল্লবীতে অবস্থিত মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়ার ইফতা ও দাওয়াহ বিভাগে সীমিত কোটায় ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
জানা যায়, ফিকহ-ফাতাওয়া ও উলুমে শরঈয়া বিষয়ক গবেষণাধর্মী এ উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানটি আগামী ৫ শাওয়াল, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরম বিতরণ করবে।
নিচে ভর্তি সংক্রান্ত তথ্য তুলে ধরা হলো-
১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষে ইফতা ও দাওয়াহ বিভাগে ভর্তির এলান
তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (২ বছর মেয়াদি) ও কিসমুদ দাওয়াহ ওয়াল ইরশাদ (২ বছর মেয়াদি) বিভাগে সীমিত কোটায় ভর্তি নেওয়া হবে, ইনশাআল্লাহ।
ফরম বিতরণ : ৫ শাওয়াল, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে।
পরীক্ষার বিষয়: ইফতা বিভাগ
লিখিত
ক) হেদায়া ৩য় খণ্ড এবং ফাতহুল কাদীর, কিতাবুল বুয়ূ থেকে ইজারার শেষ পর্যন্ত। খ) প্রবন্ধ (আরবী ও বাংলা)।
মৌখিক
হেদায়া ৩য় খণ্ড এবং ফাতহুল কাদীর, কিতাবুল বুয়ূ থেকে ইজারার শেষ পর্যন্ত।
দাওয়াহ বিভাগ
লিখিত
ক) সহীহ বুখারী (২য় খণ্ড)। তাফসীরে ইবনে কাসীর (সুরা ফাতিহা ও বাকারা)।
খ) প্রবন্ধ (আরবী ও বাংলা)।
মৌখিক
যেকোনো বিষয়, যেকোনো কিতাব।
পরীক্ষার তারিখ:
উভয় বিভাগের ভর্তিপরীক্ষা নিম্নোক্ত তারিখে অনুষ্ঠিত হবে:
* লিখিত: ৫ শাওয়াল, বাদ যোহর (২: ৩০মি.)।
* মৌখিক: ৬ শাওয়াল (সকাল ৮ ঘটিকায়)।
* ফলাফল: ৭ শাওয়াল।
* ভর্তি: ফলাফল প্রকাশের পর।
বিশেষ দ্রষ্টব্য
* উভয় বিভাগের আবেদনকারীকে অবশ্যই দাওরায়ে হাদীসে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে।
* ভর্তির সময় নিম্নে বর্ণিত কাগজপত্র জমা দিতে হবে-
১. মেশকাত জামাতের সনদপত্র, নম্বরপত্র ও দাওরায়ে হাদীসের ২য় সাময়িক পরীক্ষার নম্বরপত্র।
২. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের ফটোকপি।
৩. স্থানীয় জনপ্রতিনিধির (চেয়ারম্যান, কাউন্সিলর প্রমুখ) প্রশংসাপত্র।
৪. শিক্ষাপ্রতিষ্ঠানের চারিত্রিক সনদ।
৫. পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
যোগাযোগ:
মোাবাইল- ০১৩১৩৬০০৯০০, ০১৬০৮২২৬৮৯৯
ঠিকানা: বাসা-১/বি/২, রোড-২৯/এ, পল্লবী, ঝিলপাড়, মিরপুর-১২, ঢাকা-১২১৬।
E-mail: markazulfatawa@gmail.com, Website : www.markazulfatawa.com
এনএ/