বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ ।। ১৬ মাঘ ১৪৩১ ।। ৩০ রজব ১৪৪৬


নুরানী বোর্ডের ফলাফল দেখবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

<নুর আলম>

নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের (এন. টি.কিউ.বি) সমাপনী পরীক্ষা ২০২৩-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৮৭.৭৯% শতাংশ।

আজ ১০ ডিসেম্বর (রোববার) সকালে  মোহাম্মদপুরের নিজস্ব কার্যালয়ে ‘শায়খুল কুরআন অডিটোরিয়ামে’ এই সভা অনুষ্ঠিত হয়।

নূরানী তালিমুল কুরআন বোর্ডের ফলাফল জানতে এখানে ক্লিক করুন।

বোর্ড সূত্রে জানা গেছে,  এবারের মোট পরীক্ষার্থীর  সংখ্যা ছিলো ৪৯ হাজার ৪ শত ৯৬ জন। পাশ করেছে    ৪৩ হাজার ৪ শত ৫২ জন। পাশের হার ৮৭.৭৯%। অংশ নিয়েও ফেল করেছে ২ হাজার ২ শত ৬৬ জন। 

ফলাফল প্রকাশের সময়ে বোর্ড পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত বলেন, নিরক্ষরতা দূরীকরণ, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছানো, প্রতিটি গ্রামীণ জনপদে কুরআনের মক্তব প্রতিষ্ঠা এবং আগামী প্রজন্মের সন্তানদের বুকে ঈমানের সবুজ চারা রোপণ করতে আমরা কাজ করছি। শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত রহ.-এর ত্যাগ, কুরবানি ও ইখলাসের ফসল আজকের নূরানী তালিমুল কুরআন বোর্ড। তিনি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ